জ্যাক অ্যালবার্টসন | |
---|---|
Jack Albertson | |
![]() দ্য স্যাড অ্যান্ড লোনলি সানডেজ (১৯৭৬) টিভি অনুষ্ঠানে অ্যালবার্টসন | |
জন্ম | হ্যারল্ড অ্যালবার্টসন ১৬ জুন ১৯০৭ মালডেন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৫ নভেম্বর ১৯৮১ হলিউড হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৪)
মৃত্যুর কারণ | কলোরেক্টাল ক্যান্সার |
জাতীয়তা | মার্কিন |
অন্যান্য নাম | জ্যাকি অ্যালবার্টস |
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী |
কর্মজীবন | আনু. ১৯২৬-১৯৮১ |
দাম্পত্য সঙ্গী | জুন ওয়ালেস টমসন (বি. ১৯৪২; মৃ. ১৯৮১) |
সন্তান | ১ |
আত্মীয় | মেবল অ্যালবার্টসন (বোন) জর্জ ইংলান্ড (ভাগ্নে) ওয়েস স্টুডি (জামাতা) |
হ্যারল্ড "জ্যাক" অ্যালবার্টসন (ইংরেজি: Harold "Jack" Albertson; ১৬ জুন ১৯০৭ - ২৫ নভেম্বর ১৯৮১)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী। তিনি ভডেভিল মঞ্চে অভিনয় করতেন।[২] মঞ্চে অভিনয়ের জন্য তিনি একটি টনি পুরস্কার, চলচ্চিত্রে অভিনয়ের জন্য একটি একাডেমি পুরস্কার এবং টেলিভিশনে অভিনয়ের জন্য দুটি এমি পুরস্কার অর্জন করে। ফলে তিনি অভিনয়ের ত্রি-মুকুট বিজয়ী অভিনয়শিল্পীদের একজন। টেলিভিশন শিল্পে তার অবদানের জন্য ১৯৭৭ সালে ৬২৫৩ হলিউড বলেভার্ডে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[৩]
তিনি দ্য সাবজেক্ট ওয়াজ রোজেস (১৯৬৮) চলচ্চিত্রে জন ক্লেয়ারি চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (১৯৭১) ছবিতে গ্র্যান্ডপা জো, দ্য পসাইডন অ্যাডভেঞ্চার (১৯৭২) ছবিতে ম্যানি রোজেন, এবং চিকো অ্যান্ড দ্য ম্যান (১৯৭৪-৭৮) টেলিভিশন ধারাবাহিকে এড ব্রাউন চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
অ্যালবার্টসন ১৯০৭ সালের ১৬ই জুন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মালডেনে জন্মগ্রহণ করেন।[৪] তার বাবা লিওপল্ড অ্যালবার্টসন ও মা ফ্লোরা (জন্মনাম ক্রাফট)। তারা দুজনেই রুশ ইহুদি অভিবাসী ছিলেন।[৫][৬] তার বড় বোন অভিনেত্রী মেবল অ্যালবার্টসন। তার মাতা স্টক কোম্পানির অভিনেত্রী ছিলেন, পাশাপাশি একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করে সংসারের ভরণপোষণ করতেন।[৫] ২২ বছর বয়স পর্যন্ত তিনি "হ্যারল্ড অ্যালবার্টসন" নামে পরিচিত ছিলেন। তার বাবা তার জন্মের পূর্বেই তার মাকে ত্যাগ করেন। তার সৎবাবা অ্যালেক্স এরলিখ একজন নাপিত ছিলেন।