জ্যাক গ্লিসন | |
---|---|
Jack Gleeson | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | ট্রিনিটি কলেজ ডাবলিন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
জ্যাক গ্লিসন (ইংরেজি: Jack Gleeson; জন্ম: ২০ মে ১৯৯২) একজন আইরিশ অভিনেতা। তিনি এইচবিওর টেলিভিশন ধারাবাহিক গেম অব থ্রোনস (২০১১-২০১৪)-এ জফ্রি ব্যারাথিয়ন চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন। এরপর তিনি অভিনয় থেকে বিরতি নেন, কিন্তু স্বাধীন মঞ্চে অভিনয় চালিয়ে যান এবং ২০২০-এর বিবিসির ছোট ধারাবাহিক আউট অব হার মাইন্ড-এ অভিনয় করেন।
গ্লিসন আয়ারল্যান্ডের কর্ক শহরে জন্মগ্রহণ করেন এবং ডাবলিন শহরের রানেলাগে বেড়ে ওঠেন। তিনি রানেলাগের গনজাগা কলেজে পড়াশোনা করেন। তার দুই বড় বোন রয়েছে, তারা হলেন র্যাচেল ও এমা। তারাও আইরিশ মঞ্চের সাথে সম্পৃক্ত।[১] গ্লিসন শৈশবে তার বোনদের সাথে নাট্যকলার পাঠ গ্রহণ করেন এবং মঞ্চে অভিনয়ও করেন।
গ্লিসন ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ট্রিনিটি কলেজ ডাবলিনে পড়াশোনা করেন।[২] তিনি দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থী হিসেবে নির্বাচিত হন।[৩][৪][৫] ট্রিনিটিতে গ্লিসন ডিইউ প্লেয়ার্সের সদস্য ছিলেন, যেখানে তিনি কলাপসিং হর্স থিয়েটার কোম্পানির তার ভবিষ্যৎ সহ-প্রতিষ্ঠাতার সাথে পরিচিত হন।[১]
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০২ | রেইন অব ফায়ার | বাচ্চা | কৃতিত্ব দেওয়া হয়নি |
মুভিং ডে | জ্যাক | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
২০০৩ | ফিশটেল | মাছওয়ালা কিশোর | |
২০০৪ | টম ওয়েটস মেড মি ক্রাই | কিশোর ভিনসেন্ট | |
২০০৫ | ব্যাটম্যান বিগিন্স | ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা বালক | |
২০০৭ | শ্রুমস | একাকী যমজ | |
২০০৯ | আ শাইন অব রেইনবো | সিমাস | |
২০১০ | অল গুড চিলড্রেন | ডারা |
বছর | শিরোনাম | ভূমিকা | নেটওয়ার্ক | টীকা |
---|---|---|---|---|
২০০৬–২০০৮ | কিলিনাস্কালি | পা কনর্স জুনিয়র | আরটিই ওয়ান | ৪ পর্ব |
২০১১-২০১৪ | গেম অব থ্রোনস | জফ্রি ব্যারাথিয়ন | এইচবিও | মূল চরিত্র; ২৬ পর্ব (১ম-৪র্থ মৌসুম) শ্রেষ্ঠ টিভি খল অভিনয়শিল্পী বিভাগে আইজিএন পিপলস চয়েস পুরস্কার(২০১২-২০১৩) মনোনীত—শ্রেষ্ঠ টিভি খল অভিনয়শিল্পী বিভাগে আইজিএন পুরস্কার(২০১১-২০১৩) মনোনীত—টিভি ধারাবাহিকে কিশোর অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় বিভাগে স্যাটার্ন পুরস্কার(২০১৩) মনোনীত—শ্রেষ্ঠ অভিনয়শিল্পীদল বিভাগে স্ক্রিম পুরস্কার (২০১১) মনোনীত—নাট্যধর্মী ধারাবাহিকে অভিনয়শিল্পীদলের সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (২০১১, ২০১৩) মনোনীত—ইয়াং হলিউড পুরস্কার: উই লাভ টু হেট ইউ (২০১৪) |
২০২০ | আউট অব হার মাইন্ড | ক্যাসপার | বিবিসি | ২ পর্ব |