জ্যাক গ্লিসন

জ্যাক গ্লিসন
Jack Gleeson
২০১২ সালে গ্লিসন
জন্ম (1992-05-20) ২০ মে ১৯৯২ (বয়স ৩২)
মাতৃশিক্ষায়তনট্রিনিটি কলেজ ডাবলিন
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০২–বর্তমান

জ্যাক গ্লিসন (ইংরেজি: Jack Gleeson; জন্ম: ২০ মে ১৯৯২) একজন আইরিশ অভিনেতা। তিনি এইচবিওর টেলিভিশন ধারাবাহিক গেম অব থ্রোনস (২০১১-২০১৪)-এ জফ্রি ব্যারাথিয়ন চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন। এরপর তিনি অভিনয় থেকে বিরতি নেন, কিন্তু স্বাধীন মঞ্চে অভিনয় চালিয়ে যান এবং ২০২০-এর বিবিসির ছোট ধারাবাহিক আউট অব হার মাইন্ড-এ অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গ্লিসন আয়ারল্যান্ডের কর্ক শহরে জন্মগ্রহণ করেন এবং ডাবলিন শহরের রানেলাগে বেড়ে ওঠেন। তিনি রানেলাগের গনজাগা কলেজে পড়াশোনা করেন। তার দুই বড় বোন রয়েছে, তারা হলেন র‍্যাচেল ও এমা। তারাও আইরিশ মঞ্চের সাথে সম্পৃক্ত।[] গ্লিসন শৈশবে তার বোনদের সাথে নাট্যকলার পাঠ গ্রহণ করেন এবং মঞ্চে অভিনয়ও করেন।

গ্লিসন ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ট্রিনিটি কলেজ ডাবলিনে পড়াশোনা করেন।[] তিনি দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থী হিসেবে নির্বাচিত হন।[][][] ট্রিনিটিতে গ্লিসন ডিইউ প্লেয়ার্সের সদস্য ছিলেন, যেখানে তিনি কলাপসিং হর্স থিয়েটার কোম্পানির তার ভবিষ্যৎ সহ-প্রতিষ্ঠাতার সাথে পরিচিত হন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র টীকা
২০০২ রেইন অব ফায়ার বাচ্চা কৃতিত্ব দেওয়া হয়নি
মুভিং ডে জ্যাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০০৩ ফিশটেল মাছওয়ালা কিশোর
২০০৪ টম ওয়েটস মেড মি ক্রাই কিশোর ভিনসেন্ট
২০০৫ ব্যাটম্যান বিগিন্স ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা বালক
২০০৭ শ্রুমস একাকী যমজ
২০০৯ আ শাইন অব রেইনবো সিমাস
২০১০ অল গুড চিলড্রেন ডারা

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা নেটওয়ার্ক টীকা
২০০৬–২০০৮ কিলিনাস্কালি পা কনর্স জুনিয়র আরটিই ওয়ান ৪ পর্ব
২০১১-২০১৪ গেম অব থ্রোনস জফ্রি ব্যারাথিয়ন এইচবিও মূল চরিত্র; ২৬ পর্ব (১ম-৪র্থ মৌসুম)
শ্রেষ্ঠ টিভি খল অভিনয়শিল্পী বিভাগে আইজিএন পিপলস চয়েস পুরস্কার(২০১২-২০১৩)
মনোনীত—শ্রেষ্ঠ টিভি খল অভিনয়শিল্পী বিভাগে আইজিএন পুরস্কার(২০১১-২০১৩)
মনোনীত—টিভি ধারাবাহিকে কিশোর অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় বিভাগে স্যাটার্ন পুরস্কার(২০১৩)
মনোনীত—শ্রেষ্ঠ অভিনয়শিল্পীদল বিভাগে স্ক্রিম পুরস্কার (২০১১)
মনোনীত—নাট্যধর্মী ধারাবাহিকে অভিনয়শিল্পীদলের সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (২০১১, ২০১৩)
মনোনীত—ইয়াং হলিউড পুরস্কার: উই লাভ টু হেট ইউ (২০১৪)
২০২০ আউট অব হার মাইন্ড ক্যাসপার বিবিসি ২ পর্ব

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ও'রুর্ক, ফ্রান্সেস। "First encounters: Jack Gleeson and Matt Smyth"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 
  2. "Dear Fresher Me: Jack Gleeson"ইউনিভার্সিটি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 
  3. Email: Fellows & Scholars (Email) (২ জুলাই ২০১২)। "Welcome – Fellows & Scholars: Trinity College Dublin, The University of Dublin, Ireland"ট্রিনিটি কলেজ ডাবলিন। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 
  4. "Meanwhile, At Trinity College"ব্রডশিট। ১৬ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 
  5. ও'রিগান, মার্ক (১৭ এপ্রিল ২০১২)। "Jack Gleeson swaps 'Game of Thrones' for seat of learning"আইরিশ ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]