জ্যাকসন পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৩,১৮৪ মিটার (১০,৪৪৬ ফুট) [১][২][৩] |
সুপ্রত্যক্ষতা | ২,১৮৭ মিটার (৭,১৭৫ ফুট) [২] |
তালিকাভুক্তি | |
স্থানাঙ্ক | ৭১°২৩′ দক্ষিণ ৬৩°২২′ পশ্চিম / ৭১.৩৮৩° দক্ষিণ ৬৩.৩৬৭° পশ্চিম [২][৪] |
ভূগোল | |
আরোহণ | |
প্রথম আরোহণ | ২৩ নভেম্বর ১৯৬৪ সালে ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপ দলের জে সি কানিংহ্যাম[৫] |
জ্যাকসন পর্বত (অ্যান্ড্রু জ্যাকসন পর্বত ও আর্নেস্ট গ্র্যুনিং পর্বত) অ্যান্টার্কটিক উপদ্বীপের দক্ষিণাংশের একটি অন্যতম প্রধান পর্বত। এটি পালমার ল্যান্ডে আর্জেন্টিনা, চিলি ও যুক্তরাজ্যের অধিক্রমণশীল দাবীকৃত অংশে অবস্থিত। ৩,১৮৪ মিটার (১০,৪৪৬ ফু) উচ্চতা বিশিষ্ট জ্যাকসন পর্বত ব্রিটিশ অ্যান্টার্কটিক অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। ১৯৩৯-১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের অ্যান্টার্কটিক কার্যক্রম দ্বারা আবিষ্কৃত এই পর্বতটি যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি, অ্যান্ড্রু জ্যাকসনের নামে নামকরণ করা হয়। ১৯৬৪ সালে জন ক্র্যাব কানিংহ্যামের নেতৃত্বে ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপের একটি দল এই পর্বতে সর্বপ্রথম আরোহণ করেন। ১৯৭২ সালে পালমার দ্বীপ পর্যেষণার অংশ হিসেবে একদল ভূতাত্ত্বিক জ্যাকসন পর্বতের ভূতত্ব নিরীক্ষণ করেন।