জ্যাকসন সিং

জ্যাকসন সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জ্যাকসন সিং থুনাওজাম
জন্ম (2001-06-21) ২১ জুন ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান থৌবাল, মণিপুর, ভারত
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কেরল ব্লাস্টার্স
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০১২–২০১৬ চণ্ডীগড়
২০১৬–২০১৭ রাউন্ডগ্লাস পাঞ্জাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ রাউন্ডগ্লাস পাঞ্জাব (০)
২০১৭–২০১৮ইন্ডিয়ান অ্যারোস (ধার) (০)
২০১৮–২০১৯ কেরল ব্লাস্টার্স বি (০)
২০১৮–২০১৯ইন্ডিয়ান অ্যারোস (ধার) (০)
২০১৯– কেরল ব্লাস্টার্স ২৯ (১)
জাতীয় দল
২০১৭–২০১৮ ভারত অনূর্ধ্ব-১৭ (১)
২০১৮–২০২০ ভারত অনূর্ধ্ব-২০ ১০ (০)
২০২১– ভারত (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০১, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৬, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জ্যাকসন সিং থুনাওজাম (হিন্দি: जैक्सन सिंह, ইংরেজি: Jeakson Singh; জন্ম: ২১ জুন ২০০১; জ্যাকসন সিং নামে সুপরিচিত) হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরল ব্লাস্টার্স এবং ভারত জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২–১৩ মৌসুমে, ভারতীয় ফুটবল ক্লাব চণ্ডীগড়ের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে জ্যাকসন ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রাউন্ডগ্লাস পাঞ্জাবের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, রাউন্ডগ্লাস পাঞ্জাবের মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; একই মৌসুমে তিনি ধারে ইন্ডিয়ান অ্যারোসে যোগদান করেছিলেন, যেখানে ৮ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৮–১৯ মৌসুমে তিনি কেরল ব্লাস্টার্স বি দলে যোগদান করেছেন। কেরল ব্লাস্টার্স বি-এর সাথে চুক্তিবদ্ধ থাকাকালীন তিনি পুনরায় এক মৌসুমের জন্য ইন্ডিয়ান অ্যারোসের হয়ে ধারে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি কেরল ব্লাস্টার্সের মূল দলে যোগদান করেছেন।

২০১৭ সালে, জ্যাকসন ভারত অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ভারতের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ভারতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জ্যাকসন সিং থুনাওজাম ২০০১ সালের ২১শে জুন তারিখে ভারতের মণিপুরের থৌবালে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

জ্যাকসন ভারত অনূর্ধ্ব-১৭ এবং ভারত অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারত অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[][] তবে তার দল উক্ত আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এই আসরে তিনি ২ ম্যাচে ১টি গোল করেছিলেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১৬ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।[] তিনি ২০১৭ সালের ৯ই অক্টোবর তারিখে অনুষ্ঠিত ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ভারতের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[][][]

২০২১ সালের ২৫শে মার্চ তারিখে, মাত্র ১৯ বছর, ৯ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জ্যাকসন ওমানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১৫ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ভারত ১–১ গোলে ড্র করেছিল।[১০]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ভারত ২০২১
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "India - 2017 FIFA U17 World Cup"Fifa.com। ৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  2. "India [U17] - Squad U17 World Cup 2017 India"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 
  3. "India [U17] - AppearancesU17 World Cup 2017"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 
  4. "India U17 - Colombia U17, Oct 9, 2017 - U17 World Cup 2017 - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  5. "India - Colombia 1:2 (U17 World Cup 2017 India, Group A)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  6. "India U17 vs. Colombia U17 - 9 October 2017"Soccerway। ৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  7. "Oman vs. India - 25 March 2021"Soccerway। ২৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  8. "Oman - India, Mar 25, 2021 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  9. "India - Oman 1:1 (Friendlies 2021, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  10. Strack-Zimmermann, Benjamin (২৫ মার্চ ২০২১)। "Oman vs. India (1:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]