জ্যাকুইস চার্লস | |
---|---|
জন্ম | ১২ নভেম্বর ১৭৪৬ বিউগেন্সি, ওর্লেয়ানাইস (ফ্রান্সের পূর্বকালীন প্রদেশ) |
মৃত্যু | ৭ এপ্রিল ১৮২৩ (৭৬ বছর বয়সে) |
পরিচিতির কারণ | চার্লসের সূত্র |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান গণিত hot air ballooning |
প্রতিষ্ঠানসমূহ | একাডেমী দে সাইন্সেস |
জ্যাকুইস আলেকজান্দ্রা সিজার চার্লস ছিলেন ফরাসি উদ্ভাবক, বিজ্ঞানী, গণিতবিদ এবং বেলুন বিশেষজ্ঞ। চার্লস গণিত নিয়ে প্রায় কিছুই লেখেননি তবে অন্য এক জ্যাকুইস চার্লস যিনিও প্যারিস একাডেমী অফ সাইন্স' এর সদস্য ছিলেন,তার সাথে বিভ্রান্ত হওয়ার কারণে চার্লসকে অনেক ক্ষেত্রেই ক্রেডিট দেওয়া হয়েছে। তাকে মাঝে মাঝে চার্লস জ্যামিতিবিদ বলা হতো।১৭৮৩ সালের আগস্টে চার্লস এবং রবার্ট ভাইয়েরা প্রথম মানবহীন হাইড্রোজেনপূর্ণ গ্যাস বেলুন উড়ান।পরে ডিসেম্বরে চার্লস এবং নিকোলাস লুইস রবার্ট প্রায় ৫৫০ মিটার (১৮০০) উচ্চতায় মমনুষ্যবাহী বেলুনের মাধ্যমে আরোহণ করেন।
চার্লসের সূত্র, যা গ্যাস গরম হওয়ার সময় কীভাবে প্রসারিত হয় তা বর্ণনা করে।এটি সূত্রবদ্ধ করেন জোসেফ লুইস গে লুসাক ১৮০২ সালে তবে তিনি এর ক্রেডিট জ্যাকুইস চার্লসের অপ্রকাশিত অবদানকেই দেন।চার্লস একাডেমী দে সাইন্সেস এ নির্বাচিত হন ১৭৯৫ সালে এবং পরবর্তীকালে সেখানের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হন।