জ্যাকোবাবাদ জেলা Jacobabad District ضلع جیکب آباد | |
---|---|
জেলা | |
মানচিত্রে সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ জেলাকে তুলে ধরা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
রাজধানী | জ্যাকোবাবাদ |
আয়তন | |
• মোট | ২,৬৮৬ বর্গকিমি (১,০৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ১০,০৬,২৯৭ |
• জনঘনত্ব | ৩৭০/বর্গকিমি (৯৭০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
জ্যাকোবাবাদ জেলা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। এটি বেলুচিস্তানকে সাথে নিয়ে প্রাদেশিক সীমানা দিয়ে সিন্ধুর উত্তরে অবস্থান করছে। এর সদর দপ্তর হচ্ছে জ্যাকোবাবাদ নামক শহর, যেটি ১৮৪৭ সালে জেনারেল জন জ্যাকব প্রতিষ্ঠিত করেছিলেন।[২]
জ্যাকোবাবাদের জেলা পরিষদ ৪৪ টি ইউনিয়ন পরিষদ রয়েছে, ২ টি পৌরসভার কমিটি এবং ৩টি শহর কমিটি রয়েছে: [১]
জেলা প্রশাসনিকভাবে নিম্নোক্ত তহসিলে বিভক্ত।
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুসারে, গার্হি খাইরো, জ্যাকোবাবাদ এবং থুল তহসিলের ৯৩% জনসংখ্যার প্রথম ভাষা সিন্ধি ছিল, এছাড়াও বাকী ৩.৬% জনগোষ্ঠির ভাষা ছিল বেলুচি।[৩]