জ্যানেট জেসিকা ডাবি (née সারজু ; জন্ম ১৫ ডিসেম্বর ১৯৭০) [১] একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০১৮ সাল থেকে লুইশাম ইস্টের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির একজন সদস্য, তিনি ২০২৩ সাল থেকে যুব বিচারের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২]
ডাবি লেবার ফ্রেন্ডস অফ ইসরায়েলের সদস্য।[৩]