জ্যামাইকা প্রিমিয়ার লিগ

জ্যামাইকা প্রিমিয়ার লিগ
সংগঠকজ্যামাইকা ফুটবল ফেডারেশন Jamaica FA
স্থাপিত১৯৭৩; ৫১ বছর আগে (1973)
দেশ জামাইকা
কনফেডারেশনকনকাকাফ
দলের সংখ্যা১৪
লিগের স্তর
অবনমিতজেএফএফ ন্যাশনাল দ্বিতীয় ডিভিশন
ঘরোয়া কাপজেএফএফ চ্যাম্পিয়ন্স কাপ
আন্তর্জাতিক কাপআঞ্চলিক
কনকাকাফ ক্যারিবিয়ান কাপ
কনকাকাফ ক্যারিবিয়ান শিল্ড
মহাদেশীয়
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ
বর্তমান চ্যাম্পিয়নমাউন্ট প্লিজ্যান্ট ফুটবল অ্যাকাডেমি (১ম শিরোপা)
(২০২২–২৩)
সর্বাধিক শিরোপাপোর্টমোর ইউনাইটেড ফুটবল ক্লাব (৭টি শিরোপা)
শীর্ষ গোলদাতাকেভিন ল্যামে (১১৫টি গোল)
সম্প্রচারকঘরোয়া
স্পোর্টসম্যাক্স টিভি
আন্তর্জাতিক
সিন টিভি
লাইভ স্ট্রিমিং
স্পোর্টসম্যাক্স অ্যাপ
জেপিএল টিভি (ইউটিউব)
ওয়েবসাইটjamaicafootball.org
২০২৩–২৪ জ্যামাইকা প্রিমিয়ার লিগ

জ্যামাইকা প্রিমিয়ার লিগ (পূর্বতন: ন্যাশনাল প্রিমিয়ার লিগ) হল জ্যামাইকার পুরুষদের পেশাদার ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর। স্পনসরজনিত কারণে এটি রে অ্যান্ড নেফিউ জেপিএল নামে পরিচিত। এটি জ্যামাইকা ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত হয়।[] বর্তমানে ১৪টি দল লিগে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।[][] বেশিরভাগ খেলা রবিবার দুপুরে বা সোমবার রাতে অনুষ্ঠিত হয়ে থাকে।[]

বর্তমানে লিগটি ক্যারিবীয় অঞ্চলের শ্রেষ্ঠ ক্লাব লিগ এবং উত্তর আমেরিকার ১০ম শ্রেষ্ঠ ক্লাব লিগের মর্যাদাপ্রাপ্ত।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

উৎস: আরএসএসএসএফ

দল বিজয়ী রানার্স-আপ
পোর্টমোর ইউনাইটেড[]
হারবার ভিউ
তিভোলি গার্ডেন্স
আর্নেট গার্ডেন্স
স্যান্টস
মন্টেগো বে ইউনাইটেড[]
বয়েজ টাউন
রেনো
ওয়াটারহাউজ
ক্যাভালিয়ার
ওয়াডাডাহ
ভায়োলেট কিকার্স
জেডিএফ
মাউন্ট প্লিজ্যান্ট এফএ
থান্ডারবোল্টস
ব্ল্যাক লায়ন্স
কন্সট্যান্ট স্প্রিং
ডানবিহোল্ডেন
  1. একটি শিরোপা হাজার্ড ইউনাইটেড হিসেবে জিতেছিল।
  2. একটি শিরোপা সেবা ইউনাইটেড হিসেবে জিতেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About the JFF"jff.live। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১ 
  2. "JFF vice-president apologises over relegation confusion"jamaica-gleaner.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 
  3. KSAFA teams strong challengers for DPL title ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০৯-২২ তারিখে – Jamaica Observer
  4. "Monday night football returns"jamaica-gleaner.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১০ 
  5. "Concacaf League Ranking"Concacaf (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]