কনকাকাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯১০[১] |
সদর দপ্তর | কিংস্টন, জ্যামাইকা |
ফিফা অধিভুক্তি | ১৯৬২[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৬৩[২] |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
জ্যামাইকা ফুটবল ফেডারেশন (ইংরেজি: Jamaica Football Federation; এছাড়াও সংক্ষেপে জেএফএফ নামে পরিচিত) হচ্ছে জ্যামাইকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৩ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জ্যামাইকার রাজধানী কিংস্টনে অবস্থিত।
এই সংস্থাটি জ্যামাইকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জাতীয় প্রিমিয়ার লীগ, কেএসএএফএ সুপার লীগ এবং জেএফএফ চ্যাম্পিয়নস কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জ্যামাইকা ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মাইকেল রিকেটস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডাল্টন উইন্ট।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মাইকেল রিকেটস |
সহ-সভাপতি | রেমন্ড অ্যান্ডারসন |
ব্রুস গেনর | |
পিটার রিড | |
সাধারণ সম্পাদক | ডাল্টন উইন্ট |
কোষাধ্যক্ষ | গারফিল্ড সিনক্লেয়ার |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | জেনিস রোজ ব্রাউন |
প্রযুক্তিগত পরিচালক | ওয়েন্ডেল ডাউনসওয়েল |
ফুটসাল সমন্বয়কারী | ওয়েন শ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | থেওডোর উইটমোর |
জাতীয় দলের কোচ (নারী) | হিউ মেঞ্জিস |
রেফারি সমন্বয়কারী | ভিক্টর স্টুয়ার্ট |
টেমপ্লেট:জ্যামাইকা-এ ফুটবল টেমপ্লেট:জ্যামাইকা ফুটবল ফেডারেশন