জ্যোতি আম্গে | |
---|---|
জন্ম | [১] নাগপুর, মহারাষ্ট্র, ভারত | ১৬ ডিসেম্বর ১৯৯৩
পেশা | অভিনেত্রী |
পরিচিতির কারণ | বিশ্বের সবচেয়ে খাঁটোতম জীবত মহিলা |
উচ্চতা | ২ ফুট ১ ইঞ্চি (০.৬৪ মিটার) |
জ্যোতি আম্গে (জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৯৩)[১] একজন ভারতীয় মহিলা; যিনি গিনেস বিশ্ব রেকর্ডের মতে বিশ্বের সবচেয়ে খাঁটোতম জীবিত নারী ঘোষিত হওয়ার ফলে খ্যাতিলাভ করেন।[২]
১৬ ডিসেম্বর, ২০১১, খ্রিষ্টাব্দে আম্গের ১৮তম জন্মদিনে দাপ্তরিকভাবে গিনেস বিশ্ব রেকর্ডস কর্তৃক তাকে বিশ্বের খাঁটোতম মহিলা ঘোষিত করা হয়; যার উচ্চতা ৬২ সেন্টিমিটার (২ ফিট ০.৬ ইঞ্চি)। তার সীমিত উচ্চতার কারণ বৃদ্ধি অস্বাভাবিকতা অ্যাকোন্ড্রোপ্লাজিয়া।[৩]
আম্গে ২০০৯ সালের একটি তথ্যচিত্র বডি শক: টু ফুট টল টীন-এ অভিনয় করেন। এছাড়া ভারতীয় দূরদর্শন অনুষ্ঠান বিগ বস ৬-এও তিনি অতিথি হিসেবে উপস্থিত হন। ১৩ অগাস্ট ২০১৪-এ আমেরিকান হরর স্টোরি:ফ্রেক শো-এর চতুর্থ মৌসুমে আম্গে মা পেটিট ভূমিকায় অভিনয় করেন।
২০১২ সালে, তিনি বিশ্বের সবচেয়ে খাঁটোতম পুরুষ, নেপালের চন্দ্রবাহাদুর ডাঁগির সাথে দেখা করেন। এই জুটি ২০১৩ সালে গিনেস বিশ্ব রেকর্ডস-এর ৫৭তম সংস্করণের জন্য একসাথে পোজ দেয়।[৪]
আম্গে ২০১২ সালে টেও মামুকারির সাথে ইতালীয় চ্যানেল ক্যানাল ৫-এর লো শো দেই রেকর্ড অনুষ্ঠানটি একসাথে হোস্ট করেন।
২০১৪-এর অগাস্টে, অম্গে আমেরিকান হরর স্টোরি:ফ্রেক শো-তে অভিনয় করেন,[৫] যা ০৮ অক্টোবর ২০১৪-এ প্রদর্শিত হয়।
এছাড়া লোনাভালার সেলিব্রিটি ওয়াক্স মিউজিয়ামে তার মোমের মূর্তি রয়েছে।
সাল | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৯ | বডি শক | স্বভুমিকা | পর্ব-টু ফুট টল টীল |
২০১২–২০১৩ | বিগ বস ৬ | স্বভুমিকা | অতিথি উপস্থিতি |
২০১৪–২০১৫ | আমেরিকান হরর স্টোরি: ফ্রেক শো | মা পেটিট | ১২ পর্ব |
Born on 16 December, 1993, in Nagpur Jyoti measures 61.95 cm (2 ft) tallএখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)