জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া | |
---|---|
রাজ্যসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০ জুন ২০২০ | |
পূর্বসূরী | সত্যনারায়ণ জাতীয়া |
সংসদীয় এলাকা | মধ্যপ্রদেশ |
লোকসভা সদস্য | |
কাজের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি ২০০২ – ২৩ মে ২০১৯ | |
পূর্বসূরী | মাধবরাও সিন্ধিয়া |
উত্তরসূরী | কৃষ্ণ পাল সিং যাদব |
সংসদীয় এলাকা | গুনা |
বিদ্যুতমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০১২ – ২৬ মে ২০১৪ | |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
পূর্বসূরী | ভীরাপ্পা মৈলি |
উত্তরসূরী | পিযুষ গয়াল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত | ১ জানুয়ারি ১৯৭১
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০২০–বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস (২০০১–২০২০) |
দাম্পত্য সঙ্গী | প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়া ১৯৯৪ |
সন্তান | ২ |
পিতা | মাধবরাও সিন্ধিয়া |
আত্মীয়স্বজন |
|
বাসস্থান | জয় বিলাস প্রাসাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত নতুন দিল্লী, ভারত |
প্রাক্তন শিক্ষার্থী | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (স্নাতক) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (এমবিএ) |
জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া (জন্ম: ১ জানুয়ারী ১৯৭১) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি রাজ্যসভার সদস্য হিসাবে মধ্যপ্রদেশ হতে প্রতিনিধিত্ব করেন।[১] যিনি একসময়কার গোয়ালিয়র রাজ্য শাসনকারী সিন্ধিয়া পরিবারের সদস্য। তিনি ২০১২ সালে ভারতের সাধারণ নির্বাচনে পরাজয়ের পূর্ব পর্যন্ত মধ্যপ্রদেশের গুনা আসন হতে লোকসভায় প্রতিনিধিত্ব করেন। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য হিসাবে আছেন।
কংগ্রেসের সদস্য থাকাকালীন ২০১২'এর অক্টোবর থেকে ২০১৪'এর মে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় বিদ্যুত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে তিনি কংগ্রেসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন।
সিন্ধিয়া ১৯৭১ সালের ১ জানুয়ারি বোম্বেতে জন্মগ্রহণ করেন। তার পিতা মাধবরাও সিন্ধিয়া এবং মাতা মাধবী রাজে সিন্ধিয়া; যারা ব্রিটিশ ভারতের প্রাক্তন গোয়ালিয়র রাজ্য শাসনকারী সিন্ধিয়া পরিবারের সদস্য।[১] তিনি নিজেকে কুরমি জনগোষ্ঠীর লোক হিসাবে দাবি করেন।[২][৩]
তিনি মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে এবং দেরাদুনের দুন স্কুলে পড়াশোনা শেষ করার পর[৪] ১৯৯৩ সালে অর্থনীতিতে স্নাতক হন হার্ভার্ড বিশ্ববিদ্যাল হতে এবং ২০০১ সালে এমবিএ করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।[১]