জ্যোতির্ময়ী দাশ ২০০৩ সালে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম জৈব রসায়নে উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪-২০০৬ সাল সময়কালে জার্মানির ফ্রেই ইউনিভার্সিটি বার্লিনের একজন আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফেলো ছিলেন এবং ২০০৬-২০০৭ সালে সময়কালে ইএসপিসিআই প্যারিস ফ্রান্সের পোস্টডক্টরাল ফেলো এবং ২০০৭-২০০৯ সালে এর মধ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউকে-তে একজন মেরি-কিউরি ফেলো ছিলেন। ২০১৪ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে যুক্ত যুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি কলকাতার ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান তিন বছর সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব অতিবাহিত করেন।
↑"Awardee Details"। Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology। CSIR Human Resource Development Group, New Delhi। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২১।