ঝনক ঝনক পায়েল বাজে |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | ভি. শান্তারাম |
---|
প্রযোজক | রাজকমল কলামন্দির |
---|
রচয়িতা | দিওয়ান সরার (সংলাপ) |
---|
কাহিনিকার | দিওয়ান সরার |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | বসন্ত দেসাই |
---|
চিত্রগ্রাহক | জি. বালাকৃষ্ণ |
---|
সম্পাদক | চিন্তামণি বোরকর |
---|
মুক্তি | |
---|
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | হিন্দি |
---|
আয় | ₹ ২৪,৫০০,০০০[১] |
---|
ঝনক ঝনক পায়েল বাজে হল ভি. শান্তারাম পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। এটি ভারতে নির্মিত প্রথমদিকের টেকনিকালার চলচ্চিত্রের একটি। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারাম ও নৃত্যশিল্পী গোপী কৃষ্ণ। চলচ্চিত্রটি ৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্ব ভারতের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্ব ভারতীয় মেধার সনদ ও শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।[২] চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসা সফল ঘোষিত হয়।[১]
|
---|
মহারাষ্ট্র ফিল্ম কোম্পানি | |
---|
প্রভাত ফিল্ম কোম্পানি | |
---|
রাজকমল কালামন্দির | |
---|
ঝনক ঝনক পায়ের বাজে কর্তৃক গৃহীত পুরস্কারসমূহ |
---|
|
---|
১৯৫৪–১৯৬০ | |
---|
১৯৬১–১৯৮০ | |
---|
১৯৮১–২০০০ | |
---|
২০০১–বর্তমান | |
---|
২০২১–বর্তমান | |
---|
|
---|
১৯৫৩–১৯৭৫ | |
---|
১৯৭৬–২০০০ | |
---|
২০০১–বর্তমান | |
---|
|