ঝাড়ী জেলা ژېړۍ | |
---|---|
জেলা | |
স্থানাঙ্ক: ৩১°৩৪′৩৩″ উত্তর ৬৫°২৫′৩৬″ পূর্ব / ৩১.৫৭৫৮৩° উত্তর ৬৫.৪২৬৬৭° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | কান্দাহার প্রদেশ |
জেলা কেন্দ্র | পাসাব |
সরকার | |
• রাজ্যপাল | জামাল আগা |
• পুলিশ প্রধান | মোহাম্মদ মাসুম খান |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ৮০,৭০০ |
সময় অঞ্চল | ইউটিসি+৪:৩০ |
ঝাড়ী জেলা (পশতু : ژېړۍ, ফার্সি: ولسوالی ژری) আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি নতুন জেলা।
এছাড়াও বিকল্পভাবে বানান করা হয়ে থাকে ঝেলে (পশতু ভাষা থেকে অনুবাদ কর হয়ে থাকে), ঝাড়িই, ঝাড়েই, ঝেড়ি, অথবা ঝেড়াই। জেলাটি মেওয়ান্দ জেলা এবং পাঞ্জাবি জেলা থেকে নেওয়া অঞ্চলসমূহ থেকে তৈরি করা হয়েছিল। ২০১০ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৮০,৭০০ জন এর মত।[১]
ঝাড়ী জেলার রাজনৈতিক অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে আসছে। ছোট ছোট গ্রামগুলি স্থানীয় প্রাচীন নামসমূহ ব্যবহার করে থাকেন। এই সকল ছোট ছোট গ্রামগুলির একেকটি উপজেলা হিসাবে তৈরী করা হয়েছে। ঝাড়ী জেলায় বর্তমানে নিম্নের উপজেলা রয়েছে:
ঝাড়ী জেলার অধিকাংশ মানুষ জাতিগতভাবে পশতু সম্প্রদায়ের। পাশাপাশি এলিজাই, আখাকজাই, নুরজাই এবং ঘিলজাই সম্প্রদায়ের লোক বসবাস করে থাকে।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এর এলাকা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |