এন্টোনি রফিক খান (জন্ম অক্টোবর ১০, ১৯৮২) একজন আমেরিকান ব্যবসায়ী এবং আমেরিকান ফুটবল এবং এসোসিয়েশন ফুটবল কার্যনির্বাহী কর্মকর্তা। তিনি ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) কর্তৃক পরিচালিত জ্যাকসনবিলে জুগার্স এবং ফুলহ্যাম এফ.সি. এর সহমালিক।[৩] তার সাথে খান পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং এর প্রতিষ্ঠাতা পরিচালক।[৪]
টনি খান শিল্পপতি শহিদ খান এর ছেলে,[৫] যিনি ২০১১ সালে জুগার্স এবং ২০১৩ সালে ফুলহাম এফ.সি. কিনে নেন।
ফেব্রুয়ারি ২২, ২০১৭ সালে তিনি ফুলহ্যাম ফুটবল ক্লাব এর ভাইস চেয়ারম্যান এবং পরিচালক এর দায়িত্ব গ্রহণ করেন।[৩][১১][১২] খান দায়িত্বটি অধিগ্রহণ করার পর এর বিজ্ঞাপনী, গবেষণা এবং একাধিক দিকে ব্যাপক পরিবর্তন আনেন এবং এতে ক্লাব সাফল্য পায়।
২০১৮ সালের শেষের দিকে, খান,[১৩] প্রকাশ করেন তিনি পেশাদারি কুস্তির অনেক বড় ভক্ত,[১৪][১৫][১৬] এবং তিনি অল এলিট রেসলিং (এইডাব্লিউ) নামক নতুন পেশাদারি কুস্তি সংস্থা প্রতিষ্ঠা করার লক্ষে বেশকিছু ট্রেডমার্কের জন্য আবেদন করেন। খান এবং তার শিল্পপতি বাবা শহিদ খান সংস্থাটির বড় অর্থদাতা।[১৭][১৮] জানুয়ারি ১, ২০১৯ এ লাস ভেগাস, নেভাডায় ডাবল অর নাথিং শো উপস্থাপনার মাধ্যমে অফিশিয়ালি তাদের যাত্রা শুরু করে। খান সংস্থাটির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পদে অসিন রয়েছেন।[৪]
এপ্রিল ২৫, ২০১৯ তারিখে, খান এইডাব্লিউ এর জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রকাশ করেন, যেখানে তিনি বলেন “৫ বছরের পরিকল্পনায় প্রথমত, ব্র্যান্ড গঠন করা হবে দ্বিতীয়ত, রোস্টার গঠন করা হবে এবং তৃতীয়ত, এইডাব্লিউকে রেসলিং দুনিয়ার এক নাম্বার কুস্তি সংস্থা হিসেবে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তোলা হবে। ”[১৯]
তার সাথে খান ট্রুমিডিয়া নামক কোম্পানিরো মালিক এবং চেয়ারম্যান,[২০][২১] যা বোস্টনভিত্তিক লিগ ইনোভেটিভ স্পোর্টস এনালাইটিকস কোম্পানি এবং তার সাথে উক্ত কোম্পানি ক্রীড়াঙ্গনের বিভিন্ন লিগের মিডিয়া স্পন্সরও করে থাকে।[২২][২৩]
ট্রুমিডিয়ার সাথে ২০১৮ সালে খান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এন্ড এডভাইজার ফার্ম প্রতিষ্টবাপ্রতিষ্ঠা করে, উক্ত ফার্ম দ্বারা খান এবং তার পরিবার বিভিন্ন এক্টিভিস্ট আর্টিস্টকে তার কাজের জন্য অর্থায়ন করে থাকেন।[২৪][২৫]