টনি রিচার্ডসন | |
---|---|
Tony Richardson | |
জন্ম | সেসিল অ্যান্টনিও রিচার্ডসন ৫ জুন ১৯২৮ শিপলি, ইয়র্কশায়ারের ওয়েস্ট রাইডিং, ইংল্যান্ড |
মৃত্যু | ১৪ নভেম্বর ১৯৯১ | (বয়স ৬৩)
মৃত্যুর কারণ | এইডস |
জাতীয়তা | ইংরেজ |
পেশা | পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৫২-১৯৯১ |
দাম্পত্য সঙ্গী | ভানেসা রেডগ্রেভ (বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৬৭) |
সঙ্গী | গ্রিজেল্ডা গ্রিমন্ড |
সন্তান | ৩ (নাতাশা ও জোয়েলি রিচার্ডসন সহ) |
আত্মীয় | ডেইজি বেভান (নাতনী) |
সেসিল অ্যান্টনিও "টনি" রিচার্ডসন (ইংরেজি: Cecil Antonio "Tony" Richardson; ৫ই জুন ১৯২৮ - ১৪ই নভেম্বর ১৯৯১) ছিলেন একজন ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ১৯৬৪ সালে টম জোন্স চলচ্চিত্র পরিচালনা করে শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার ও প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি আ টেস্ট অব হানি চলচ্চিত্র প্রযোজনার জন্য শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র ও রচনার জন্য শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।
রিচার্ডসন ১৯২৮ সালের ৫ই জুন ইয়র্কশায়ারের ওয়েস্ট রাইডিংয়ের শিপলিতে জন্মগ্রহণ করেন। তার মাতা এলসি ইভানস (ক্যাম্পিয়ন) এবং পিতা ক্লেরেন্স আলবার্ট রিচার্ডসন একজন রসায়নবিদ।[১] তিনি হ্যারোগেটের অ্যাশভিল কলেজে ও অক্সফোর্ডের ওয়াডহ্যাম কলেজে পড়াশুনা করেন। তিনি অক্সফোর্ডে রুপার্ট মুরডক, মার্গারেট থ্যাচার, কেনেথ টাইনান, লিন্ডসে অ্যান্ডারসন ও গ্যাভিন ল্যামবার্টের সামসময়িক ছিলেন।
রিচার্ডসন ১৯৬২ সালে ভানেসা রেডগ্রেভকে বিয়ে করেন। তাদের দুই কন্যা নাতাশা রিচার্ডসন (১৯৬৩-২০০৯) এবং জোয়েলি রিচার্ডসন (জন্ম ১৯৬৫), দুজনেই অভিনেত্রী। ১৯৬৭ সালের রিচার্ডসন ও রেডগ্রেভের বিবাহবিচ্ছেদ হয়। তিনি অভিনেত্রী জান মোরোর জন্য রেডগ্রেভের সাথে সম্পর্কচ্ছেদ করেন।[২] ১৯৭২ সালে তিনি তার ব্যবসায়ের সাবেক অংশীদার অস্কার লুইনস্টিনের সেক্রেটারি ও ব্রিটিশ রাজনীতিবিদ জো গ্রিমন্ডের কন্যা গ্রিজেল্ডা গ্রিমন্ডের সাথে সম্পর্কে জড়ান। ১৯৭৩ সালের ৮ জানুয়ারি গ্রিজেল্ডার গর্ভে তার কন্যা ক্যাথরিন গ্রিমন্ড জন্মগ্রহণ করে।[৩]
রিচার্ডসন উভকামী ছিলেন। কিন্তু এইচআইভি ধরা পড়ার পূর্ব পর্যন্ত তিনি কখনো তা প্রকাশ করেননি।[২][৪] তিনি এইডস রোগে আক্রান্ত হয়ে ১৯৯১ সালে লস অ্যাঞ্জেলেসের সেন্ট ভিনসেন্ট মেডিক্যাল সেন্টারে মারা যান।[৫]
পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | ১৯৬৪ | শ্রেষ্ঠ পরিচালক | টম জোন্স | বিজয়ী | [৬] |
শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) | বিজয়ী | ||||
গোল্ডেন গ্লোব পুরস্কার | ১৯৬৪ | সেরা চলচ্চিত্র পরিচালক | টম জোন্স | মনোনীত | |
বাফটা পুরস্কার | ১৯৬০ | শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | লুক ব্যাক ইন অ্যাঙ্গার | মনোনীত | [৭] |
শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেকোন উৎস | মনোনীত | ||||
১৯৬২ | শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | আ টেস্ট অব হানি | বিজয়ী | [৮] | |
শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য | বিজয়ী | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেকোন উৎস | মনোনীত | ||||
১৯৬৪ | শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | টম জোন্স | বিজয়ী | [৯] | |
শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেকোন উৎস | মনোনীত |