পদকের তথ্য
|
---|
টনিক উইলিয়ামস-ডার্লিং (জন্ম ১৭ই জানুয়ারি, ১৯৭৬, নাসাউ, বাহামা) বাহামার একজন নারী দৌড়বাজ। তিনি ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে এথলেটিক্স-এর ৪০০ মি. দৌড়ে স্বর্ণপদক লাভ করেন।
তিনি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র-এর ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনার মুর বিজনেস স্কুল থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন।