ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | থমাস উইলিয়াম ক্লেভারলি[১] | ||
জন্ম | ১২ আগস্ট ১৯৮৯ | ||
জন্ম স্থান | বেসিংস্টোক, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
১৯৯৮–২০০০ | ব্রাডফোর্ড সিটি | ||
২০০০–২০০৯ | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯– | ম্যানচেস্টার ইউনাইটেড | ৫৪ | (৩) |
২০০৯ | → লিচেস্টার সিটি (ধারে) | ১৫ | (২) |
২০০৯–২০১০ | → ওয়াটফোর্ড (ধারে) | ৩৩ | (১১) |
২০১০–২০১১ | → উইগান অ্যাথলেটিক (ধারে) | ২৫ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব ২০ | ১ | (২) |
২০০৯–২০১১ | ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ | ১৬ | (০) |
২০১২– | ইংল্যান্ড | ১৩ | (০) |
২০১২ | গ্রেট ব্রিটেন | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০০:২৩, ১১ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
থমাস উইলিয়াম "টম" ক্লেভারলি /ˈklɛvərli/ (জন্ম ১২ আগস্ট ১৯৮৯) একজন ইংরেজ পেশাদার ফুটবলার যিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলে খেলে থাকেন।
ব্রাডফোর্ড সিটির হয়ে ক্যারিয়ার শুরু করা ক্লেভারলি ১২ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০০৭ থেকে ২০০৯ এই সময়কালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ দল এবং মাঝেমধ্যে ফ্রেন্ডলি খেলাগুলোতে মুল একাদশের হয়ে খেলেন। এর পরে তিনি বিভিন্ন ইংরেজ ক্লাব যেমন লিচেস্টার সিটি, ওয়াটফোর্ড এফসি, উইগান অ্যাটলেটিকের হয়ে ধারে খেলেন এবং নিজের যোগ্যতা প্রমাণ করেন। ২০১১-১২ মৌসুমে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন এবং কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে জয়লাভের খেলায়, ইউনাইটেডের হয়ে তার অভিষেক হয়।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | লিগ কাপ | ইউরোপ | অন্যান্য | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ম্যানচেস্টার ইউনাইটেড | ২০০৮–০৯ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
লিচেস্টার সিটি (ধারে) | ২০০৮–০৯ | ১৫ | ২ | ০ | ০ | ০ | ০ | – | ০ | ০ | ১৫ | ২ | |
ওয়াটফোর্ড (ধারে) | ২০০৯–১০ | ৩৩ | ১১ | ১ | ০ | ১ | ০ | – | ০ | ০ | ৩৫ | ১১ | |
উইগান অ্যাটলেটিক (ধারে) | ২০১০–১১ | ২৫ | ৪ | ০ | ০ | ০ | ০ | – | ০ | ০ | ২৫ | ৪ | |
ম্যানচেস্টার ইউনাইটেড | ২০১১–১২ | ১০ | ০ | ০ | ০ | ১ | ০ | ৩ | ০ | ১ | ০ | ১৫ | ০ |
২০১২–১৩ | ২২ | ২ | ৪ | ১ | ১ | ১ | ৫ | ০ | – | ৩২ | ৪ | ||
২০১৩–১৪ | ২২ | ১ | ১ | ০ | ৩ | ০ | ৪ | ০ | ১ | ০ | ৩১ | ১ | |
সর্বমোট | ৫৪ | ৩ | ৫ | ১ | ৫ | ১ | ১২ | ০ | ২ | ০ | ৭৮ | ৫ | |
ক্যারিয়ার সর্বমোট | ১২৭ | ২০ | ৬ | ১ | ৬ | ১ | ১২ | ০ | ২ | ০ | ১৫৩ | ২২ |
ইংল্যান্ড জাতীয় দল | ||
---|---|---|
বছর | উপস্থিতি | গোল |
২০১২ | ৬ | ০ |
২০১৩ | ৭ | ০ |
সর্বমোট | ১৩ | ০ |