টমাস এয়াকিনস | |
---|---|
জন্ম | Thomas Cowperthwait Eakins ২৫ জুলাই ১৮৪৪ |
মৃত্যু | জুন ২৫, ১৯১৬ ফিলাডেলফিয়া | (বয়স ৭১)
জাতীয়তা | আমেরিকান |
শিক্ষা | পেনসিলভানিয়া অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, একোল দে বোজার |
পরিচিতির কারণ | চিত্রকলা |
উল্লেখযোগ্য কর্ম | ম্যাক্স মিট ইন আ সিঙ্গল স্কাল, ১৮৭১, দ্য গ্রস ক্লিনিক, ১৮৭৫, দ্য অ্যাগনিউ ক্লিনিক, ১৮৮৯, উইলিয়াম রাশ অ্যান্ড হিজ মডেল, ১৯০৮ |
আন্দোলন | বাস্তবতাবাদ |
পুরস্কার | ন্যাশানাল অ্যাকাডেমিশিয়ান |
টমাস কাউপার্থওয়েইট এয়াকিনস (২৫ জুলাই, ১৮৪৪ – ২৫ জুন, ১৯১৬) ছিলেন একজন মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক। তাকে আমেরিকান শিল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মনে করা হয়। [২][৩]
অধ্যাপনা জীবনের প্রায় সমগ্র অংশ জুড়েই অর্থাৎ ১৮৭০-এর দশক থেকে চল্লিশ বছর পর তার স্বাস্থ্য ভেঙে পড়ার পূর্বাবধি এয়াকিনসের কাজের মূল বিষয়বস্তু ছিল মানব জীবন। তিনি তার জন্মশহর ফিলাডেলফিয়ার লোকেদের নিজের কাজের জন্য বেছে নেন। তিনি তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং শিল্পকলা, বিজ্ঞান, চিকিৎসাক্ষেত্র ও ধর্মক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের কয়েক শত পোর্ট্রেট আঁকেন। তার ছবি থেকে ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের ফিলাডেলফিয়া শহরের বৌদ্ধিক জগতের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। এছাড়া এয়াকিনস এমন কিছু ছবি এঁকেছিলেন, যা পোর্ট্রেটকে বৈঠকখানা থেকে বার করে দিয়ে নিয়ে আসে শহরের অফিস-আদালত, রাস্তাঘাট, উদ্যান, নদনদী, এরেনা ও অপারেশন থিয়েটার ইত্যাদি। এগুলিই ছিল তার ছবি আঁকার প্রিয় বিষয়। আঁকতে ভালবাসতেন নগ্ন বা হালকা পোষাকপরিহিত মানুষের গতিশীল জীবন।
শিক্ষক হিসাবে এয়াকিনসের কাজও কম গুরুত্বপূর্ণ নয়। প্রশিক্ষক এয়াকিনসের প্রভাব মার্কিন শিল্পে অত্যন্ত সুস্পষ্ট। শিল্পী হিসাবে প্রতিষ্ঠা অর্জন করতে তাকে যেসব অসুবিধার সম্মুখীন হতে হয়, তা শিক্ষকতার জীবনেও তাকে সহ্য করতে হয়েছিল। তার আচরণগত ও যৌন কেলেঙ্কারিগুলি তার সাফল্যকে কালিমালিপ্ত করে এবং তার সুনামকে ক্ষুণ্ণ করে।
মোশন ফটোগ্রাফি নামে সেযুগের নতুন একটি প্রযুক্তিও তাকে আকর্ষণ করত। এয়াকিনস ছিলেন এক বিতর্কিত শিল্পী। তার জীবদ্দশায় তার শিল্পকর্ম বিশেষ স্বীকৃতি পায়নি। মৃত্যুর পর আমেরিকান শিল্প ঐতিহাসিকেরা তাকে "আমেরিকান শিল্পের ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের সর্বাপেক্ষা শক্তিশালী ও সর্বাপেক্ষা উল্লেখনীয় বাস্তববাদী শিল্পী" বলে উল্লেখ করেন।[৪]