ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | টমাস জোক ডেং | ||
জন্ম | ২০ মার্চ ১৯৯৭ | ||
জন্ম স্থান | নাইরোবি, কেনিয়া | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[১][২] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | উরাওয়া রেড ডায়মন্ডস | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
অ্যাডিলেড ব্লু ঈগলস | |||
প্লেফোর্ড সিটি | |||
২০১১–২০১৩ | ওয়েস্টার্ন ঈগলস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩ | ওয়েস্টার্ন ঈগলস | ১৫ | (২) |
২০১৪ | গ্রিস গালি | ১৩ | (০) |
২০১৫–২০১৬ | মেলবোর্ন ভিক্টোরি যুব | ১০ | (০) |
২০১৫–২০২০ | মেলবোর্ন ভিক্টোরি | ৭১ | (২) |
২০১৬–২০১৭ | → পিএসভি এইন্থোভেন যুব (ধার) | ৫ | (০) |
২০২০– | উরাওয়া রেড ডায়মন্ডস | ১৯ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৬ | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ | ১০ | (০) |
২০১৬– | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ | ১১ | (১) |
২০১৮– | অস্ট্রেলিয়া | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০৪, ১২ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৪, ১২ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
টমাস জোক ডেং (ইংরেজি: Thomas Deng; জন্ম: ২০ মার্চ ১৯৯৭; টমাস ডেং নামে সুপরিচিত) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩][৪] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, ডেং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, ডেং এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই মেলবোর্ন ভিক্টোরির হয়ে জয়লাভ করেছেন।
টমাস জোক ডেং ১৯৯৭ সালের ২০শে মার্চ তারিখে কেনিয়ার নাইরোবিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ডেং জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৫][৬]