টাইম ফুল | |
---|---|
![]() | |
দুটি টাইম ফুল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Core eudicots |
বর্গ: | Caryophyllales |
পরিবার: | Portulacaceae |
গণ: | Portulaca |
প্রজাতি: | P. grandiflora |
দ্বিপদী নাম | |
Portulaca grandiflora Hook. | |
প্রতিশব্দ[১] | |
|
টাইম ফুল হল একটি ফুলগাছ যেটি পরচুলাচাচাই পরিবারের অন্তর্গত। এটি আর্জেন্টিনা, ব্রাজিলের দক্ষিণাঞ্চল, উরুগুয়ে এবং প্রায় সময় বাগানে চাষ করা হয়।[২][৩] এর আরো অনেক নাম আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য রোজ মস,[৪] এগারটার ফুল,[৫] মেক্সিকান গোলাপ,[৫] মস রোজ,[৫] ভিয়েতনামের গোলাপ, পর্তুলিকা, পরতিউলাকা, পুর্তলিকা । [৫] সূর্য গোলাপ,[৬] পাথর গোলাপ,[৬] এবং মস রোজ পার্সলে ।[তথ্যসূত্র প্রয়োজন]
পাকিস্তানে একে গুল দোপেহেরি বলা হয়। যার অর্থ বিকেল বেলার ফুল। কারণ এটি বিকেলেই সুন্দর প্রস্ফুটিত হয়। আবার বাংলাদেশে একে বলা হয় টাইম ফুল। কারণ এটি বিশেষ সময়ে ফুটে থাকে। এছাড়া স্থান ভেদে একে বিভিন্ন নামে ডাকা হয়। বাংলাদেশের গ্রামে এটিকে ঘাসফুল নামেও ডাকা হয় যদিও এটা এই ফুলের আসল নাম নয় । বাংলাদেশের শহরে একে ""পর্তুলিকা"" ""পুর্তলিকা"" নামেও ডাকা হয় ।
অনেক চাষাবিদই এটি চাষ করে থাকেন বিশেষ করে এর বিভিন্ন রঙ এর জন্য যা সৌন্দর্য বর্ধন করে। এটির জন্য পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন এবং মাটিতে পরিমিত পানি প্রয়োজন। [২]