লিওনপো টান্ডি দর্জি | |
---|---|
རྟ་མགྲིན་རྡོ་རྗེ་ | |
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৭ নভেম্বর ২০১৮ | |
প্রধানমন্ত্রী | লোটে শেরিং |
পূর্বসূরী | দামচো দর্জি |
ভুটানি আইনসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩১ অক্টোবর ২০১৮ | |
পূর্বসূরী | চিমি দর্জি |
সংসদীয় এলাকা | লিংমুখা-টোয়েডোয়াং |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৬৮[১] |
রাজনৈতিক দল | দ্রুক ন্যামরুম শোংপা |
প্রাক্তন শিক্ষার্থী | ময়মনসিংহ মেডিকেল কলেজ সিডনি বিশ্ববিদ্যালয় ক্যানবেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় |
টান্ডি দর্জি (জংখা: རྟ་མགྲིན་རྡོ་རྗེ་; জন্ম আনু. ১৯৬৮)[১] ভুটানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি ২০১৮ সালের নভেম্বর মাস থেকে দায়িত্ব পালন করছেন।[২][৩] ২০১৮ সালের অক্টোবর মাস থেকে তিনি ভুটানি আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।[১][৪] এরপর, আন্তর্জাতিক গণস্বাস্থ্য বিষয়ে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৫] এছাড়াও তিনি ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[১]
রাজনীতিতে আসার পূর্বে তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ, গণস্বাস্থ্য গবেষক ও প্রযুক্তি উপদেষ্টা ছিলেন।[৬][৭][৮] তিনি দ্রুক ন্যামরুম শোংপার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ছিলেন।[১] তিনি ২০০৮ ও ২০১৩ সালে ভুটানি আইনসভার নির্বাচনে অংশ নিয়েছিলেন।[৯] তিনি ২০১৮ সালে ভুটানি আইনসভার নির্বাচনে লিংমুখা টোয়েডোয়াং সংসদীয় আসন থেকে আইনসভার সদস্য নির্বাচিত হন।[২] তিনি নির্বাচনে দ্রুক ফুয়েনসাম শোংপা দলের সোনাম ওয়াংয়েল ওয়াংকে পরাজিত করেন।[১০]
২০১৮ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভুটানি প্রধানমন্ত্রী লোটে শেরিং মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন এবং টান্ডি দর্জিকে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।[২] ২০১৮ সালের ৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন।[১১]