টার্নক আও জলদক জেলা (পশতু: ترنک او جلدک ولسوالۍ), or তার্নক ওয়া জলদক (ফার্সি: ولسوالی ترنک و جلدک), আফগানিস্তানের জাবুল প্রদেশের দক্ষিণে অবস্থিত একটি জেলা। ২০১৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৬,৭০০ জন এর মত।[১] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে টার্নক আও নামক একটি শহর।
আফগানিস্তানের, ওয়ারদক প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |