টি. এল. ভি. প্রসাদ | |
---|---|
জন্ম | তাতিনেনি লীলা ভারা প্রসাদ ২১ মার্চ ১৯৫৯[১] বিজয়ওয়াড়া, মাদ্রাজ রাজ্য, ভারত |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার |
সন্তান | তাতিনেনি সত্য |
পিতা-মাতা |
|
আত্মীয় | টি. রামা রাও |
টি. এল. ভি. প্রসাদ হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি প্রধানত হিন্দি ও তেলুগু চলচ্চিত্রে কাজ করেন। তিনি প্রায় ৭০টি হিন্দি চলচ্চিত্র এবং ৩৫টি তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি বাংলায়ও কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
তিনি তেলুগু চলচ্চিত্র পরিচালক টি. প্রকাশ রাওয়ের ছেলে। তিনি তার কর্মজীবন শুরু করেন ভি. মধুসুধন রাওকে সহায়তা করার মাধ্যমে। ১৯৮০ সালের তেলুগু চলচ্চিত্র কুদি এদামাইথে পরিচালনার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[২] তিনি ১৯৯২ সালের হিন্দি চলচ্চিত্র আই লাভ ইউ পরিচালনার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরিচালক হিসেবে অল্প সময়ের মধ্যে বিরতি ছাড়াই একজন নায়কের (মিঠুন চক্রবর্তী) সাথে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করায় তার নাম লিম্কা বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়েছে।[৩][৪] তিনি ২০০৪ সালে মিঠুনের সাথে ৪টি বাংলা চলচ্চিত্র করেছিলেন। তিনি মিঠুনের চলচ্চিত্র স্টুডিও মিঠুন'স ড্রিম ফ্যাক্টরির অন্যতম চলচ্চিত্র পরিচালক ছিলেন।[৫][৬]
বছর | চলচ্চিত্র | ভাষা |
---|---|---|
১৯৯২ | আই লাভ ইউ | হিন্দি |
১৯৯৪ | জনতা কি আদালত | |
১৯৯৫ | জখমি সিপাহী | |
জল্লাদ | ||
১৯৯৬ | মুকাদার | |
জুর্মানা | ||
দানবীর | ||
রংবাজ | ||
১৯৯৭ | জোদিদার | |
কালিয়া | ||
সুরজ | ||
১৯৯৮ | শের-এ-হিন্দুস্তান | |
চন্ডাল | ||
হত্যারা | ||
উস্তাদোঁ কে উস্তাদ | ||
হিটলার | ||
দো নাম্বরি | ||
১৯৯৯ | সিকন্দর সড়ক কা | |
গঙ্গা কি কসম | ||
বেনাম | ||
আগ হি আগ | ||
শেরা | ||
ফুল ঔর আগ | ||
দাদা | ||
২০০০ | সুলতান | |
কুরবানিয়াঁ | ||
২০০১ | ভৈরব | |
২০০২ | কয়েদী | |
মেরি প্রতিজ্ঞা | ||
মাওয়ালি নাম্বার ওয়ান | ||
২০০৪ | বারুদ | বাংলা |
২০০৫ | দেবদূত | |
দাদা | ||
তওবা তওবা | হিন্দি | |
চিতা | বাংলা | |
২০০৮ | আজ কা বস | হিন্দি |