টিং লি | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ২৭ ডিসেম্বর ২০১২ স্নোবার্ড, উটাহ, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮১)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | উইটওয়াটারসরান্ড বিশ্ববিদ্যালয় নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | আইইইই ডাবলু.আর.জি. বেকার পুরস্কার (১৯৭৫) ওএসএ ফ্রেডেরিক আইভস মেডেল/জারস কুইন এনডাউমেন্ট (১৯৯৭) আইইই এডিসন মেডেল (২০০৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | এটি&টি কর্পোরেশন |
টিং লি অণুতরঙ্গ, লেজার এবং অপটিক্যাল কমিউনিকেশন ক্ষেত্রের একজন চীনা-মার্কিন বিজ্ঞানী।
লি ১৯৩১ সালের ৭ জুলাই নানজিংয়ে জন্মগ্রহণ করেন।[১][২] লি দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড থেকে ব্যাচেলর ডিগ্রি এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩] তিনি ১৯৫৭ সালে বেল ল্যাব্স এ যোগদান করেন এবং ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।