টিপু সুলতান মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ |
অবস্থান | |
অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
স্থানাঙ্ক | ২২°৩০′৭″ উত্তর ৮৮°২০′৪২″ পূর্ব / ২২.৫০১৯৪° উত্তর ৮৮.৩৪৫০০° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | প্রিন্স গোলাম মহম্মদ |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামি, মুঘল |
সম্পূর্ণ হয় | ১৮৩২ |
বিনির্দেশ | |
সম্মুখভাগের দিক | দক্ষিণ |
ধারণক্ষমতা | ১,০০০ |
গম্বুজসমূহ | ১৬ |
মিনার | 4৪ |
টিপু সুলতান শাহি মসজিদ কলকাতার একটি বিখ্যাত মসজিদ।[১][২] ১৮৪২ সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মহম্মদ এই মসজিদটি নির্মাণ করান। এটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। সকল ধর্মের মানুষের জন্য এই মসজিদের দ্বার উন্মুক্ত। মসজিদটির গঠনশৈলী টালিগঞ্জের গোলাম মহম্মদ মসজিদের অনুরূপ। অতীতে মসজিদে প্রার্থনাকারীদের অজু করার জন্য এসপ্ল্যানেড ট্যাঙ্ক নামে একটি বড় পুকুর খনন করা হয়েছিল। বর্তমানে এই পুকুরটির কোনো অস্তিত্ব নেই।