টিমোথি স্পাল | |
---|---|
Timothy Spall | |
জন্ম | টিমোথি লিওনার্ড স্পাল ২৭ ফেব্রুয়ারি ১৯৫৭ ব্যাটারসি, লন্ডন, ইংল্যান্ড |
মাতৃশিক্ষায়তন | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেতা, উপস্থাপক |
কর্মজীবন | ১৯৭৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শেন স্পাল (বি. ১৯৮১) |
সন্তান | ৩ |
টিমোথি লিওনার্ড স্পাল, ওবিই (ইংরেজি: Timothy Leonard Spall; জন্ম: ২৭ ফেব্রুয়ারি ১৯৫৭) হলেন একজন ব্রিটিশ অভিনেতা ও উপস্থাপক। তিনি ১৯৮৩ সালে আইটিভির হাস্যরসাত্মক নাট্যধর্মী ধারাবাহিক আউফ ভিডারসেহেন, পেট-এ ব্যারি স্পেন্সার টেলর চরিত্রে অভিনয় করে যুক্তরাজ্যে পরিচিতি অর্জন করেন।
স্পাল সিক্রেটস্ অ্যান্ড লাইজ (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তী কালে তিনি দ্য উইজডম অব ক্রকোডাইলস্ (১৯৯৮)-এ ইনস্পেক্টর হিলি, দ্য লাস্ট সামুরাই (২০০৩)-এ সিমন গ্রাহাম, হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিকে (২০০৪-২০১০) পিটার পেটিগ্রিউ, পিয়েরপয়েন্ট (২০০৫)-এ অ্যালবার্ট পিয়েরপয়েন্ট, সুইনি টড: দ্য ডিমন বারবার অব ফ্লিট স্ট্রিট (২০০৭)-এ বিডল ব্যামফোর্ড, দ্য ডেমড ইউনাইটেড (২০০৯)-এ পিটার টেলর এবং দ্য কিংস স্পিচ (২০১০)-এ উইনস্টন চার্চিল চরিত্রে অভিনয় করেন।
তাকে টিমোথি স্পাল: ...অ্যাট সি (২০১০-২০১২) টিভি প্রামাণ্যচিত্রে দেখা যায় এবং তিনি ২০১৪ সালে মাইক লেইয়ের জীবনীমূলক চলচ্চিত্র মিস্টার টার্নার ছবিতে জে. এম. ডব্লিউ. টার্নার চরিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[১]