ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | টিরেল ইয়োহানেস চিকো মালাসিয়া | ||
জন্ম | ১৭ আগস্ট ১৯৯৯ | ||
জন্ম স্থান | রটারডাম, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩২, ৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
টিরেল ইয়োহানেস চিকো মালাসিয়া (ওলন্দাজ: Tyrell Malacia; জন্ম: ১৭ আগস্ট ১৯৯৯; টিরেল মালাসিয়া নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, মালাসিয়া নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
টিরেল ইয়োহানেস চিকো মালাসিয়া ১৯৯৯ সালের ১৭ই আগস্ট তারিখে নেদারল্যান্ডসের রটারডামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মালাসিয়া কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত নেদারল্যান্ডসের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০২১ | ১ | ০ |
২০২২ | ৫ | ০ | |
২০২৩ | ৩ | ০ | |
সর্বমোট | ৯ | ০ |