![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | হার্পার লি |
---|---|
মূল শিরোনাম | To Kill a Mockingbird |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
ধরন | দক্ষিণী গোথিক, বিলডুংসরোমান |
প্রকাশিত | ১১ জুলাই ১৯৬০ |
প্রকাশক | জে. বি. লিপিনকট অ্যান্ড কো. |
পৃষ্ঠাসংখ্যা | ২৮১ |
টু কিল আ মকিংবার্ড (ইংরেজি: To Kill a Mockingbird) মার্কিন সাহিত্যিক হার্পার লি রচিত একটি উপন্যাস যা ১৯৬০ সালে প্রথম প্রকাশিত হয়। প্রকাশের সাথে সাথেই বইটি সাফল্যের মুখ দেখে এবং পুলিৎজার পুরস্কার অর্জন করে। বর্তমানে বইটি আধুনিক মার্কিন সাহিত্যের একটি ধ্রুপদী গ্রন্থ বা "ক্লাসিক" হিসেবে স্বীকৃত। উপন্যাসটির কাহিনী ও চরিত্রগুলি লি তার নিজের পরিবার ও তাদের প্রতিবেশী সম্পর্কে নিজস্ব পর্যবেক্ষণ এবং তার ১০ বছর বয়সে জন্মশহর অ্যালাবামা অঙ্গরাজ্যের মনরোভিলে ১৯৩৬ সালে ঘটা একটি ঘটনার ছায়া অবলম্বনে সৃষ্টি করেন। উপন্যাসের গল্পটি ছয়-বছর-বয়সী জঁ-লুই ফিঞ্চের জবানীতে বলা হয়েছে।
উপন্যাসটিতে তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিগত বৈষম্য এবং ধর্ষণের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসলেও এটি উষ্ণ ও হাস্যরসাত্মক রচনার জন্যও স্মরণীয় হয়ে আছে। গল্প বর্ণনাকারী জঁ-লুইয়ের বাবা অ্যাটিকাস ফিঞ্চ বহু পাঠকের কাছেই একজন নীতিবান নায়ক এবং উকিলদের জন্য চারিত্রিক দৃঢ়তার এক আদর্শ।
টু কিল আ মকিংবার্ড বহু বছর ধরে হার্পার লি-র একমাত্র প্রকাশিত বই ছিল। তবে তার মৃত্যুর এক বছর আগে ২০১৫ সালে বইটির একটি খসড়া সংস্করণ গো সেট আ ওয়াচম্যান নামে প্রকাশিত হয়।বর্তমানে ইডেন কলেজে ইংরেজি ডিপার্টমেন্টের প্রথম বর্ষে এই উপন্যাসটি পড়ানো হচ্ছে।