![]() হ্যাক হওয়া অ্যাপলের একাউন্ট থেকে একটি কেলেঙ্কারি টুইট | |
তারিখ | সার্বজনীন সমন্বিত সময় ২০:০০-২২:০০ ১৫ জুলাই ২০২০ |
---|---|
লক্ষ্য | উচ্চ প্রোফাইল ভ্যারিফাইকৃত টুইটার অ্যাকাউন্টসমূহ |
ফলাফল | কমপক্ষে ১৩০টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিটকয়েন হিশেবে উল্লেখিত ঠিকানায় প্রায় ৳৯,৩১,৮০১.৬৪ মূল্যের বিটকয়েন জমা হয়েছে। |
১৫ জুলাই ২০২০ সালে সার্বজনীন সমন্বিত সময় ২০ থেকে ২২টার মাঝে, টুইটারে লাখের উপরের অনুসরনকারী আছে এমন কিছু জনপ্রিয় প্রোফাইলের একাউন্ট একটা বিটকয়েন কেলেঙ্কারির অংশ হিশেবে হ্যাক করা হয়। [১][২] এ কেলেঙ্কারিতে ব্যবহারকারীদেরকে বলা হয়, তারা যদি নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে বিটকয়েন পাঠায়, তারা অর্থ দ্বিগুণ হয়ে ফেরৎ আসবে।