টুন ডিজনি | |
---|---|
উদ্বোধন | ১৮ এপ্রিল ১৯৯৮ |
বন্ধ | ১২ ফেব্রুয়ারি ২০০৯ |
মালিকানা | ডিজনি চ্যানেলস ওয়ার্ল্ডওয়াইড (ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপ) |
চিত্রের বিন্যাস | ৭২০পি (এইচডিটিভি) ৪৮০পি (এসডিটিভি) |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি এবং স্পেনীয় (এসএপি অডিও ট্র্যাকের মাধ্যমে) (যুক্তরাষ্ট্র) |
প্রধান কার্যালয় | |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | ডিজনি চ্যানেল প্লেহাউজ ডিজনি |
টুন ডিজনি ছিলো একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক শিশুতোষ টেলিভিশন চ্যানেল যেটার মালিক ছিলো ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপের ডিজনি চ্যানেলস ওয়ার্ল্ডওয়াইড। এটি ২ থেকে ১১ বছরের শিশুদের লক্ষ্য করে সম্প্রচার করেছিলো[১] এবং এটির জেটিক্স আনুষ্ঠানিক ব্লক ৬ থেকে ১৩ বছরের শিশুদের লক্ষ্য করে সম্প্রচার করতো।
ডিজনি চ্যানেলের স্পিন-অফ হয়ে টুন ডিজনি বেশিরভাগ ডিজনির থেকে অ্যানিমেটেড অনুষ্ঠান, শর্টস এবং চলচ্চিত্র সম্প্রচার করতো। সাথে অন্যান্য অনুষ্ঠান প্রচারিত করতো।
ডিজনি চ্যানেলের ১৫তম বার্ষিকী উপলক্ষে ডিজনি/এবিসি নেটওয়ার্কেস ডাইরেকটিভি, মার্কাস কেবল এবং একোস্টারে টুন ডিজনির উদ্বোধন করে ১৯৯৮ সালের ১৮ এপ্রিলে। চ্যানেলের প্রথম প্রচারিত অনুষ্ঠান ছিলো দ্য সর্সারার'স অ্যাপ্রেন্টাইস (১৯৪০)। সেই দিনের সন্ধ্যা বেলায় টুন ডিজনি "দ্য ম্যাজিকাল ওয়ার্ল্ড অফ টুন্স" ব্লকটির উদ্বোধন করে। এটিতে অ্যানিমেটেড চলচ্চিত্র, স্পেশাল, এবং শর্টস প্রচারিত হয়েছিল। পাঁচ মাস পরে চ্যানেলটি আমেরিক্যাস্টে সম্প্রচার শুরু করে। উদ্বোধনে টুন ডিজনি ডিজনি চ্যানেলের সাথে এটির আধা অনুষ্ঠানসমূহ ভাগ করে প্রচারিত করতো।[২] এটি এটির সেট নম্বর দর্শক পৌঁছানোর আগে চ্যানেলে কোনো বিজ্ঞাপন প্রচারিত হতো না।[১] ১৯৯৯ সালের ৩১ জানুয়ারিতে প্রথম বার্ষিক পুম্বা বোল ম্যারাথন প্রচারিত হয়।[৩]
২০০০ সালের সেপ্টেম্বরে চ্যানেলটি ২ কোটি সাবস্ক্রাইবার পাওয়ার কথা ছিলো, এবং তারপর বিজ্ঞাপন প্রচার করা শুরু করার সম্ভবনা ছিলো। বিজ্ঞাপনের বিক্রয়ের পরিচালনা করবে ডিজনি কিডস নেটওয়ার্ক।[৪]
সেই সালের ডিসেম্বরে এই চ্যানেলে দ্য সান্টা ক্লস ব্রাদারস এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ২০০২ সালের সেপ্টেম্বরে টুন ডিজনির শরৎকালের অনুষ্ঠানসূচীতে আরো আটটি নতুন অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়।[৩][৫] ২০০৩ সালের এপ্রিলে এটির পঞ্চম বার্ষিকী উপলক্ষে চ্যানেলে টুন ডিজনি'স ম্যাজিকাল অ্যাডভেঞ্চার সুইপস্টেকস প্রচারিত করে, যেটায় তিনটি বিজয়ীর সাথে তিনটি পরিবারের সদস্যরা ডিজনি'স আলাদিন: আ মিউজিকাল স্পেকট্যাকিউলার দেখতে ডিজনিল্যান্ড রিসোর্টে যেতে পারবে।[৩]
২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে এবিসি নেটওয়ার্কস গ্রুপ, ফক্স কিডস ইউরোপ, এবং ফক্স কিডস লাতিন আমেরিকার জেটিক্স আনুষ্ঠানিক জোটের অংশে জেটিক্স আনুষ্ঠানিক ব্লক টুন ডিজনি এবং এবিসি ফ্যামিলিতে সম্প্রচার করা শুরু করেছে।[৬][৭] নিজেদের অনুষ্ঠান সহ সমস্ত ফক্স কিডস/সাবান এন্টারটেইনমেন্ট অ্যাকশন সিরিজ প্রচারিত করতো। কিছু সিরিজ, যেমন দ্য লেজেন্ড অফ টারজান এবং বাজ লাইটইয়ার অফ স্টার কমান্ড, দুটোই টুন ডিজনি এবং জেটিক্সের হিসেবে সম্প্রচার হতো।
২০০৬ সালের ২২ ডিসেম্বরে ১৩.৫ লক্ষ্য দর্শক পৌঁছে টুন ডিজনি/বিগ মুভি শো প্রিমিয়ার দ্য পোলার এক্সপ্রেস চ্যানেলের সবচেয়ে বেশি প্রাইমটাইম রেটিং হলো। ২০০৭ সালের ২৭ জানুয়ারিতে টুন ডিজনি এটির সপ্তাহান্ত দুপুরের আনুষ্ঠানিক ব্লক, দ্য গ্রেট টুন উইকএন্ড, এর উদ্বোধন করে।[৮]
২০০৮ সালের ৬ আগস্টে ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপ টুন ডিজনিকে ডিজনি এক্সডির রুপে পরিবর্তন করার ঘোষণা দেন, যেটা ৬ বছরের উপরের শিশুদের লক্ষ্য করে সম্প্রচার করবে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারিতে টুন ডিজনির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, এবং এটির জায়গায় ডিজনি এক্সডির যাত্রা শুরু হয়। চ্যানেলটির শেষ অনুষ্ঠান ছিলো জেটিক্সে দ্য ইনক্রেডিবল হাল্ক, এবং পরের দিনে ডিজনি এক্সডিতে সবচেয়ে প্রথম প্রচারিত অনুষ্ঠান হচ্ছে ফিনিয়েস ও ফার্ব।
২০০০ সালের শরৎকালে টুন ডিজনি তাদের প্রথম বিদেশীয় ফিড যুক্তরাজ্যতে স্থাপন করে।[১১] ২০০৬ সালের মার্চে যুক্তরাজ্য চ্যানেলটি ডিজনি সিনেম্যাজিক এর পরিবর্তন করা হয়।[১২] ২০০৪ সালে তিনটি ইউরোপীয় সহ আরও চারটি মার্কেটে টুন ডিজনির ফিড স্থাপন করা হয়, সাথে জার্মানিতে একটি টাইমশিফ্ট ফিডের স্থাপন হয়।[১৩] সেই সালের ডিসেম্বরে ওয়াল্ট ডিজনি টেলিভিশন ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ভারতে একটি টুন ডিজনির ফিড স্থাপন করে। এটি ইংরেজি, হিন্দি, তামিল, এবং তেলুগু ভাষায় সম্প্রচার হতো।[১৪][১৫] ২০০৫ সালে নর্ডিক দেশে এবং জাপানে টুন ডিজনির ফিড স্থাপন হয়।[১৩][১৬] সেই সালের ১ সেপ্টেম্বরে ভারতের টুন ডিজনিতে একটি হিন্দি ভাষার অডিও ট্র্যাকের উদ্বোধন হয়।[১৭] যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেলের বন্ধের পর যুক্তরাষ্ট্রের বাহিরে টুন ডিজনির নামে বাকি চ্যানেল অথবা ব্লকগুলো ডিজনি সিনেম্যাজিক (শুধু ইউরোপে), ডিজনি চ্যানেল, অথবা ডিজনি এক্সডির রুপে পরিবর্তন করা হয়, এবং ২০১১ সালের ১ অক্টোবরে ইতালিতে শেষ দুটো টুন ডিজনি চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়।
মার্কেট | রুপ | স্থাপিত | পরিবর্তে | পরিবর্তের তারিখ |
---|---|---|---|---|
যুক্তরাষ্ট্র | চ্যানেল | ১৮ এপ্রিল ১৯৯৮[২] | ডিজনি এক্সডি | ১২ ফেব্রুয়ারি ২০০৯[১৮] |
জাপান | ১ ডিসেম্বর ২০০৫[১৬] | ডিজনি এক্সডি | ৯ আগস্ট ২০০৯[১৯] | |
যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড | ২৯ সেপ্টেম্বর ২০০০[১১] | ডিজনি সিনেম্যাজিক | ১৬ মার্চ ২০০৬[১২] | |
ভারত | ১৭ ডিসেম্বর ২০০৪[২০][২১] | ডিজনি এক্সডি | ১২ নভেম্বর ২০০৯[২১] | |
ভিয়েতনাম | এইচটিভি৭ এ ব্লক | ফেব্রুয়ারি ২০০৭[২২] | উপলব্ধ নয় | |
ফ্রান্স | চ্যানেল | ২ নভেম্বর ২০০২[২৩] | ডিজনি সিনেম্যাজিক | ৪ সেপ্টেম্বর ২০০৭[২৪] |
জার্মানি | ১০ নভেম্বর ২০০৪[২৫] | অনেক প্রভাইডারে ডিজনি এক্সডি | ১৮ এপ্রিল ২০১০[১৩] | |
+১ টাইমশিফ্ট সার্ভিস | ডিজনি এক্সডি +১ | ১৮ এপ্রিল ২০১০[২৬] | ||
ইতালি | চ্যানেল | ২৪ ডিসেম্বর ২০০৪ | ডিজনি চ্যানেল +২ | ১ অক্টোবর ২০১১ |
+১ টাইমশিফ্ট সার্ভিস | ২০ ডিসেম্বর ২০০৮[২৭] | ডিজনি এক্সডি +২ | ||
স্ক্যান্ডিনেভিয়া | চ্যানেল | ১ আগস্ট ২০০৫ | ডিজনি এক্সডি | ৯ সেপ্টেম্বর ২০০৯[১৩] |
স্পেন | ১৬ নভেম্বর ২০০১[২৮] | ডিজনি সিনেম্যাজিক | ৩০ জুন ২০০৮[১৩] |
|প্রথমাংশ=
at position 2 (সাহায্য)
|কর্ম=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)