টুয়েলভ অ্যাংরি মেন | |
---|---|
পরিচালক | সিডনি লুমেট |
প্রযোজক | রেজিনাল্ড রোজ |
রচয়িতা | রেজিনাল্ড রোজ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | কেনইয়ন হপকিন্স |
চিত্রগ্রাহক | বরিস কুফম্যান |
সম্পাদক | কার্ল লার্নার |
প্রযোজনা কোম্পানি | অরিয়ন নোভা প্রোডাকশন্স |
পরিবেশক | উনাইটেড আটিষ্ট |
মুক্তি | ১৩ এপ্রিল ১৯৫৭ |
স্থিতিকাল | ৯৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৩,৩৭,০০০[১] |
আয় | $২,০০০,০০০ |
টুয়েলভ অ্যাংরি মেন (বাংলায় অর্থ: ১২ জন রাগান্বিত ব্যক্তি) সিডনি লুমেট পরিচালিত মার্কিন নাট্য চলচ্চিত্র যা ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল। এটি রেজিনাল্ড রোজের একই নামের টেলি নাটকের চলচ্চিত্রায়ন। একটিই সেটে প্রায় সম্পূর্ণ সময় ধরে শ্বাসরুদ্ধকর নাটকিয়তা আর চিত্রায়নের জন্য চলচ্চিত্রটি বিখ্যাত।
চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত একজন অপরাধী সত্যিই নিজ পিতার খুনের অপরাধ করেছে কিনা তা যুক্তি সঙ্গত সন্দেহের মাধ্যমে ১২ জন জুরির চুলচিরা বিশ্লেষন। ১২ জন জুরির মাঝে ১১ জনই প্রাথমিক ভোটে অপরাধী অপরাধ করেছেন বলে রায় দেন কিন্তু একজন জুরি জানান যুক্তি সঙ্গত সন্দেহের অবকাশ হয়ত আছে, তাই তিনি আলোচনার আহ্বান জানান।
৭ম বার্লিন চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসব
বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
১৯৫৮ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | হেনরি ফন্ডা ও রেজিনাল্ড রোজ | মনোনীত |
শ্রেষ্ঠ পরিচালক | সিডনি লুমেট | মনোনীত | |
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | রেজিনাল্ড রোজ | মনোনীত |