তেনকু তেনগাহ জাহারাহ মসজিদ মসজিদ তেনকু তেনগাহ জাহারাহ مسجد تڠكو تڠه زاهرح | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | কুয়ালা তেরেঙ্গানু, তেরেঙ্গানু মালয়েশিয়া |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
ভূমি খনন | ১৯৯৩ |
সম্পূর্ণ হয় | ১৯৯৫ |
মিনার | ১ |
তেনকু তেনগাহ জাহারাহ মসজিদ বা ভাসমান মসজিদ মালয়েশিয়ার প্রথম ভাসমান মসজিদ। মসজিদটি কুয়ালা তেরেঙ্গানু শহর থেকে ৪ কিলোমিটার দূরে কুয়ালা ইবাই নদীর মোহনার কুয়ালা ইবাই উপহ্রদে অবস্থিত।
১৯৯৩ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৯৫ সালে সমাপ্ত হয়। মসজিদটি আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালের জুলাই মাসে তেরেঙ্গানুর প্রয়াত সুলতান আলমারহুম মাহমুদ আল-মুক্তাফি বিল্লাহ শাহ কর্তৃক উদ্বোধন করা হয়। মসজিদটি আধুনিক ও মুর স্থাপত্যের সমন্বয়ে গঠিত। মসজিদটি বাইরে থেকে দেখতে সাদা এবং প্রায় ৫ একর জায়গা জুড়ে অবস্থিত। এই মসজিদটিতে একসাথে প্রায় ২০০০ জন উপাসককে জায়গা দেওয়া যায়।[১]