অবস্থান | |
---|---|
শিক্ষাঙ্গন | শহর |
ওয়েবসাইট | tenby |
টেনবি ইন্টারন্যাশনাল স্কুল নেটওয়ার্ক মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক স্কুল যা ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ৩-১৮ বছর বয়সী শিশুদের ভর্তি করে শিক্ষা দেয়া হয়।[১] ইপোহ, পেনাং, সেতিয়া আলম, মিরি, ইস্কান্দার পুটিরি এবং সেলেঙ্গোরের টেনবি ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে।[২] ২০১৮ সালের সেপ্টেম্বরে কোটা কেমুনিং-এ একটি নতুন ক্যাম্পাস খোলা হয়েছে।[৩][৪][৫]