ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | টেন্ডাই স্যাম চিসোরো | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | মাসভিঙ্গো, জিম্বাবুয়ে | ১২ ফেব্রুয়ারি ১৯৮৮|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বামহাতি লেগ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১০৩) | ২৯ অক্টোবর ২০১৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২৯ অক্টোবর ২০১৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১২৯) | ১৬ অক্টোবর ২০১৫ বনাম আফগানিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২০ জুলাই ২০১৮ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৮৮ | |||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৪২) | ২৬ অক্টোবর ২০১৫ বনাম আফগানিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ১২ অক্টোবর ২০১৮ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
সেন্ট্রালস | ||||||||||||||||||||||||||||||||||||||||
মিড ওয়েস্ট রাইনোস | ||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০ | সাউদার্ন রক্স | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ অক্টোবর, ২০১৮ |
টেন্ডাই স্যাম চিসোরো (ইংরেজি: Tendai Chisoro; জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৯৮৮) মাসভিঙ্গো এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার।[১] জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কালে থেকে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে সেন্ট্রালস, মাসভিঙ্গো, মিড ওয়েস্ট রাইনোস, সাউদার্ন রক্স, সাউদার্নস এবং আফগানী ক্রিকেটে স্পিন গড় টাইগার্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি লেগ স্পিন বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন টেন্ডাই চিসোরো।
২০০৬ সাল থেকে টেন্ডাই চিসোরো’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোসের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। পাঁচ খেলায় অংশ নিয়ে ২৮টি ডিসমিসাল ঘটান তিনি।[২] এছাড়াও, ২০১৭-১৮ মৌসুমে প্রো৫০ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় একই দলের পক্ষে শীর্ষ উইকেট শিকারী হন। আট খেলায় বারোটি ডিসমিসাল ঘটান।[৩]
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট, আঠারোটি একদিনের আন্তর্জাতিক ও বারোটি টি২০আইয়ে অংশগ্রহণ করেছেন টেন্ডাই চিসোরো। ২৯ অক্টোবর, ২০১৭ তারিখে বুলাওয়েতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। অন্যদিকে, ১৬ অক্টোবর, ২০১৫ তারিখে একই মাঠে সফরকারী আফগানিস্তান দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২০ জুলাই, ২০১৮ তারিখে একই মাঠে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।
২০১৫-১৬ মৌসুমে আফগানিস্তান দল জিম্বাবুয়ে সফরে আসে। এ সফরেই আফগানিস্তানের মুখোমুখি হন তিনি। ১৬ অক্টোবর, ২০১৫ বুলাওয়েতে সিরিজের প্রথম ওডিআইয়ে অভিষেক ঘটে তার।[৪] ২৬ অক্টোবর, ২০১৫ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রথমবারের মতো খেলতে নামেন।[৫] ঐ খেলায় সিকান্দার রাজা’র সাথে জুটি গড়েন। নবম উইকেট জুটিতে ওডিআইয়ে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৯১ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন।[৬]
২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দল জিম্বাবুয়ে সফরে আসে। অক্টোবর, ২০১৭ সালে সফরকারীদের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণের লক্ষ্যে তাকে জিম্বাবুয়ে দলের সদস্য করা হয়।[৭] ২৯ অক্টোবর, ২০১৭ তারিখে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ে পক্ষে টেস্টে অভিষিক্ত হন তিনি।[৮]
জুন, ২০১৮ সালে ত্রি-দেশীয় সিরিজকে ঘিরে প্রস্তুতিমূলক খেলায় জিম্বাবুয়ে দলের পক্ষে খেলেন।[৯]