টেলস ফ্রম শেকসপিয়র (ইংরেজি: Tales from Shakespeare) হল চার্লস ও মেরি ল্যাম্ব ভ্রাতা-ভগিনীর লেখা একটি ইংরেজি শিশুপাঠ্য পুস্তক। ১৮০৭ সালে প্রকাশিত এই গ্রন্থটির উদ্দেশ্য ছিল শেকসপিয়রের ভাষা যথাসম্ভব অপরিবর্তিত রেখে[১] তাঁর নাটকের কাহিনি "শিশুদের পাঠের উপযোগী করে তোলা"।[২] এই বইতে মেরি ল্যাম্ব কমেডিগুলি এবং চার্লস ল্যাম্ব ট্র্যাজেডিগুলির পুনর্কথন করেছেন।[৩] সব ক'টি রোমান নাটক সহ অধিকতর জটিল নাটকগুলিকে তাঁরা বাদ দিয়েছেন এবং পুনর্কথনের জন্য বেছে নেওয়া নাটকগুলিকে অল্পবয়সী ছেলেমেয়েদের প্রয়োজনের কথা মাথায় রেখে উপস্থাপনা করেছেন। তবে কোনও আপত্তিকর অংশ কেটে বাদ দেওয়ার কাজ করেননি। অবশ্য উপকাহিনি ও যৌন ইঙ্গিতগুলি তাঁরা বাদ দিয়েছেন।[৩] মুখবন্ধটি তাঁরা দু'জনে মিলে লিখেছেন।
২০০৭ সালে পেঙ্গুইন ক্লাসিকস সংস্করণের ভূমিকা অংশে মারিনা ওয়ার্নার দাবি করেছেন যে, ১৮৩৮ সালে সপ্তম সংস্করণের আগে মেরি ল্যাম্ব তাঁর নাম প্রচ্ছদ পৃষ্ঠায় দেননি।[৪]
বইটির লক্ষ্য পাঠক যারাই হোক না কেন, একুশ শতকের গোড়ার দিকের শিশুদের কাছে বইটি কঠিন মনে হতেই পারে। তাছাড়া এখন তাদের কাছে বইটির অনেক বিকল্পও রয়েছে। তবু ল্যাম্ব ভ্রাতা-ভগিনীর এই পুনর্কথন অসাধারণভাবে মূলানুগ। শেকসপিয়রের মূল নাটকগুলি পড়লে সেগুলি সম্পর্কে যে ধারণা পাওয়া যায়, এগুলি থেকেও সেই একই ধারণা পাওয়া যায়।[৫]
↑Lamb, Charles; Lamb, Mary (২০০৭)। "Introduction by Marina Warner"। Tales from Shakespeare। Great Britain: Penguin Classics। পৃষ্ঠা xvi। আইএসবিএন978-0-141-44162-7।