東京都市大学 | |
![]() | |
প্রাক্তন নামসমূহ | মুসাশি ইনস্টিটিউট অব টেকনোলজি (১৯৪৯–২০০৯) |
---|---|
ধরন | বেসরকারি |
স্থাপিত | ১৯৪৯ |
সভাপতি | চিতোশি মিকি |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৮৯ (পূর্ণকালীন, মে ২০১৯)[১] |
শিক্ষার্থী | ৭,৫৬৬ ( মে ২০১৯)[২] |
স্নাতক | ৬,৮৮৬ |
স্নাতকোত্তর | ৬০০ |
৮০ | |
অবস্থান | , টোকিও (সদরদপ্তর) , |
শিক্ষাঙ্গন | নগর |
ওয়েবসাইট | http://www.tcu.ac.jp/english/ |
![]() |
টোকিও নগর বিশ্ববিদ্যালয়, বা, টোকিও সিটি ইউনিভার্সিটি (東京都市大学 Tōkyō toshi daigaku), অনেক সময় Toshi-dai (都市大) নামেও ডাকা হয়, বা, সংক্ষেপে টিসিইউ (TCU), হল জাপানের টোকিওর সেতাগায়ায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৌশল, পরিবেশ এবং প্রযুক্তি বিজ্ঞান সম্পর্কিত উচ্চশিক্ষা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়টির চারটি ক্যাম্পাস রয়েছে; টোকিওর ওয়ামাদাইর সেতাগায়ায় তামা নদীর কাছে অবস্থিত সেতাগায়া ক্যাম্পাসটি মূল ক্যাম্পাস। অপর তিনটি ক্যাম্পাস হল সুজুকি-কুতে অবস্থিত ইয়োকোহামা ক্যাম্পাস, আসাও-কুতে অবস্থিত ওজেনজি ক্যাম্পাস এবং টোকিওর সেতাগায়াতে অবস্থিত টোডোরোকি ক্যাম্পাস।
গোটোহ এডুকেশনাল কর্পোরেশন টোকিও সিটি ইউনিভার্সিটি গ্রুপটিকে পরিচালনা করে। জাপানের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি এবং টোকিউ গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা কেইটা গোটো কর্তৃক ১৯৩৯ সালে টোয়োকো গার্লস কমার্শিয়াল স্কুল প্রতিষ্ঠার সময় এই সংস্থাটির উৎপত্তি হয়।