টোড়ি ফতেপুর রাজ্য

টোড়ি ফতেপুর রাজ্য
टोडी फतेहपुर
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য (জায়গীর)
১৬৯০–১৯৫০
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত টোড়ি ফতেপুর রাজ্য
আয়তন 
• ১৯০১
৯৩ বর্গকিলোমিটার (৩৬ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৭,০৯৯
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬৯০
১৯৫০
উত্তরসূরী
ভারত

টোড়ি ফতেপুর রাজ্য (টোড়ি নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতের মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত অষ্টভাইয়া জায়গীরগুলির একটি৷[] বর্তমানে এটি উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসি জেলার অংশ৷

ইতিহাস

[সম্পাদনা]

বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত এই টোড়ি ফতেপুর রাজ্যটি ১৮১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায় ওড়ছা রাজ্যের রাজবংশের উত্তরসূরী রাই সিংহের মাধ্যমে৷ ঝাঁসির বড়গাঁওয়ের নিকট তিনি তার জায়গীর পত্তন ঘটান৷ রাজার আট পুত্র সন্তান ছিলো৷ ধুর্বাই, বিজনা, টোড়ি ফতেপুর প্রভৃতি আটটি জায়গীর তিনি তার পুত্রদের মধ্যে ভাগ করে দেন৷[] পরবর্তীকালে জায়গীরগুলি রাজ্যের মর্যাদা পায়৷

ঝাঁসি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গুরসরাইয়ের নিকট ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অবস্থিত এই রাজ্যটি৷ রাজ্যজুড়ে পাহাড়ের ওপর নির্মিত দুর্গটি তিনশ বছরেরও অধিক পুরাতন৷ এই রাজ পরিবারের একটি তরফ ১৮৮০র দশকে রাজ্যের খরা পরিস্থিতি দেখা দিলে ঝাঁসি শহরের নিকট চলে আসেন৷ তারা পরবর্তীকালে "বিশ্বরী" পদবী ধারণ করেন৷ খরা পরিস্থিতির ফলে রাজ্যটি থেকে সমস্ত বিক্রয় পণ্য, খাদ্য পণ্য শেষ হয়ে যায় ও বহু জনহানি হয়৷ ফলস্বরূপ রাজ্যটির অর্থনৈতিক মন্দা দেখা দেয়৷

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৫০ খ্রিস্টিব্দের ১লা জানুয়ারি তারিখে রাজ্যটির শেষ শাসকের সম্মতি স্বাক্ষরের ভিত্তিতে এটিকে স্বাধীন ভারতের বিন্ধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত করা হয়৷

শাসকবর্গ

[সম্পাদনা]

টোড়ি ফতেপুর রাজ্যের শাসকগণ রাজা সাহেব উপাধিতে ভূষিত হতেন৷[]

রাজা সাহেব

[সম্পাদনা]
  • ১৭৩১ - ১৭৬৫ : রাজা সাহেব হিন্দুপদ সিংজী
  • ১৭৬৬ - ১৭৮৮ : রাজা সাহেব মেদিনীমল সিংজী
  • ১৭৮৯ - ১৮১১ : রাজা সাহেব ধুরমঙ্গল সিংজী (দত্তক)
  • ১৮১৬ - ১৮৫৮ : রাজা সাহেব হরপ্রসাদ সিংজী (দত্তক)
  • ১৮৫৮ - ১৮৭৯ : রাজা সাহেব পৃথ্বী সিংজী (দত্তক)
  • ১৮৭৯ - ১৯৪২ : রাজা সাহেব অর্জুন সিংজী (দত্তক)
  • ১৯৪২ - ১৫ আগস্ট ১৯৪৭ : রাজা সাহেব রঘুরাজ সিং জুদেব

নামমাত্র রাজা

[সম্পাদনা]
  • ১৯৪৭ - ১৯৬৭ : রাজা সাহেব রঘুরাজ সিং জুদেব
  • ১৯৬৭ - ১৯৯৬ : রাজা সাহেব ব্রজেন্দ্র সিং জুদেব

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. P. K. Bhattacharyya, Historical Geography of Madhya Pradesh from Early Records, P. 52
  2. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908
  3. http://www.indianrajputs.com/view/tori_fatehpur