টাক্সিওয়ালা | |
---|---|
পরিচালক | রাহুল সঙ্কৃতায়ন |
প্রযোজক | এসকেএন আল্লু অরবিন্দ বানি ভাস ভি. ভামসি কৃষ্ণা রেড্ডি প্রমোদ উপ্পালাপাতি সন্দীপ সেনাপতি |
চিত্রনাট্যকার | সাইকুমার রেড্ডি |
কাহিনিকার | রাহুল সান্কৃতিয়ান |
শ্রেষ্ঠাংশে | বিজয় দেবরকোন্ডা প্রিয়াঙ্কা জাওয়ালকর মালভিকা নায়র |
সুরকার | জ্যাকস বিজয় |
চিত্রগ্রাহক | মুদ্দা মানাসা |
সম্পাদক | সৃজিত সারাং |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
নির্মাণব্যয় | ₹৭ কোটি[১] |
আয় | ₹৪২ কোটি[২] |
ট্যাক্সিওয়ালা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপারন্যাচারাল কমেডি থ্রিলার চলচ্চিত্র[৩] যেটি রচনা ও পরিচালনা করেন রাহুল সঙ্কৃতায়ন। এতে মূল ভুমিকায় অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা, প্রিয়াঙ্কা জাওয়ালকর[৪] এবং মালভিকা নায়র।[৫] অন্যান্য ভূমিকায় অভিনয় করেন মধুনন্দন, রবি বার্মা এবং শিজু। জেক্স বেজয় এর সুর করেন। এটি ১৭ নভেম্বর ২০১৮ সালে মুক্তি পায় এবং ইতিবাচক সাড়া পায় ও বক্স অফিসে সাফল্য লাভ করে।[৬][৭][৮] হিন্দি ডাবিং ট্যাক্সি নং ১ নামে ইউটিউবে মুক্তি পায়।
বিভিন্ন অদ্ভুত চাকরি ছাড়ার পর শিবা ট্যাক্সি ড্রাইভার এর চাকরি নেয়। কিন্তু পরিস্থিতি তখন বদলাতে শুরু করে যখন তার গাড়িতে ভূতের অস্তিত্ব পাওয়া যায় এবং সে এটির রহস্য উদঘাটন করতে নেমে পড়ে।
ট্যাক্সিওয়ালা | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ১৭ নভেম্বর ২০১৮ | |||
শব্দধারণের সময় | ২০১৮ | |||
ঘরানা | সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ১৬:৪৩ | |||
সঙ্গীত প্রকাশনী | আদিত্য মিউজিক | |||
প্রযোজক | জ্যাকেস বেজয় | |||
জ্যাকেস বেজয় কালক্রম | ||||
|
সকল গানের গীতিকার কৃষ্ণ কান্থ।
ট্র্যাক লিস্টিং | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "মাতে ভিনাদুঘা" | সিড শ্রীরাম | ৪:৩৫ |
২. | "লেডিস এন্ড জেন্টেলম্যান" | ভেদালা হেমচন্দ্র, জ্যাকেস বেজয় | ৩:২২ |
৩. | "ক্রেজি কার" | রেভান্ত | ৪:২২ |
৪. | "নিভে নিভে" | শ্রেয়া ঘোষাল | ৪:২৪ |
মোট দৈর্ঘ্য: | ১৬:৪৩ |