ট্যামি আব্রাহাম

ট্যামি আব্রাহাম
২০১৯ সালে চেলসির হয়ে আব্রাহাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কেভিন অঘেনেটেগা তামারায়েবি বাকুমো-আব্রাহাম[]
জন্ম (1997-10-02) ২ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৭)[]
জন্ম স্থান কেম্বারওয়েল, ইংল্যান্ড
উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯০ মি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৪–২০১৬ চেলসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬– চেলসি ৩১ (১৩)
২০১৬–২০১৭ব্রিস্টল সিটি (ধার) ৪১ (২৩)
২০১৭–২০১৮সোয়ানসি সিটি (ধার) ৩১ (৫)
২০১৮–২০১৯অ্যাস্টন ভিলা (ধার) ৩৭ (২৫)
জাতীয় দল
২০১৪–২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (২)
২০১৫–২০১৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১৪ (৫)
২০১৬–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ২৫ (৯)
২০১৭– ইংল্যান্ড (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:০৬, ৫ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:০৬, ৫ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কেভিন অঘেনেটেগা তামারায়েবি বাকুমো-আব্রাহাম (ইংরেজি: Tammy Abraham; জন্ম: ২ অক্টোবর ১৯৯৭; ট্যামি আব্রাহাম নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৪–০৫ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব চেলসির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আব্রাহাম ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, চেলসির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। চেলসিতে প্রথম মৌসুমে মাত্র ২টি ম্যাচ খেলেছেন। পরবর্তীতে তিনি ব্রিস্টল সিটি, সোয়ানসি সিটি এবং অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি অ্যাস্টন ভিলার হয়ে এক মৌসুমের জন্য ধারে খেলে চেলসিতে পুনরায় যোগদান করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "T. Abraham: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮ 
  2. "Tammy Abraham"11v11.com। AFS Enterprises। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 
  3. "Tammy Abraham: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]