ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ট্রেভর জন লাফলিন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | নিয়া ওয়েস্ট, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ৩০ জানুয়ারি ১৯৫১|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম পেস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | বেন লাফলিন (পুত্র) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২৯৬) | ৩১ মার্চ ১৯৭৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১ ডিসেম্বর ১৯৭৮ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৪২) | ২২ ফেব্রুয়ারি ১৯৭৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১১ ডিসেম্বর ১৯৭৯ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭৫ - ১৯৮১ | ভিক্টোরিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৪ অক্টোবর ২০১৯ |
ট্রেভর জন লাফলিন (ইংরেজি: Trevor Laughlin; জন্ম: ৩০ জানুয়ারি, ১৯৫১) ভিক্টোরিয়ার নিয়া ওয়েস্ট এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৮ থেকে ১৯৭৯ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বোলিং করতেন ট্রেভর লাফলিন।
১৯৭৪-৭৫ মৌসুম থেকে ১৯৮০-৮১ মৌসুম পর্যন্ত ট্রেভর লাফলিনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মাঝারিসারিতে মারকুটে ব্যাটিং করতেন ট্রেভর লাফলিন।
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্ট ও ছয়টিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন ট্রেভর লাফলিন। ৩১ মার্চ, ১৯৭৮ তারিখে জর্জটাউনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১ ডিসেম্বর, ১৯৭৮ তারিখে ব্রিসবেনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
ক্যারি প্যাকারের বিশ্ব সিরিজ ক্রিকেট চলাকালীন খেলোয়াড়দের অনুপস্থিতিতে জাতীয় দলে খেলার সুযোগ পান। তবে, তিনি তিনটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুইটি ও ১৯৭৮-৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেন। তবে, খেলায় সহজাত ক্রীড়াশৈলী প্রদর্শন করতে পারেননি। ফলশ্রুতিতে, দল নির্বাচকমণ্ডলী কর্তৃক উপেক্ষিত হন।
১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের পক্ষে অংশ নেন। ঐ প্রতিযোগিতায় তার দল গ্রুপ পর্ব থেকেই বিদেয় নিয়েছিল।
১৯৭৬ ও ১৯৭৭ সালে স্কটল্যান্ড ও ল্যাঙ্কাশায়ার লীগে ক্লাব ক্রিকেটে অংশ নেন। ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলে দক্ষ ছিলেন তিনি। ভিক্টোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে (ভিএফএ) মোর্ডিয়ালক ফুটবল ক্লাবের পক্ষে খেলেছেন তিনি।[৪]
ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। তার সন্তান বেন লাফলিন অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[৫]