ট্রোনা

ট্রোনা (ট্রাইসোডিয়াম হাইড্রোজেনডাইকার্বোনেট ডাইহাইড্রেট কিংবা সোডিয়াম সেস্কুইকার্বোনেট ডাইহাইড্রেট, Na2CO3•NaHCO3•2H2O একটি অসামুদ্রিক পানিতে দ্রবণীয় খনিজ। [১] যুক্তরাষ্ট্রে সোডিয়াম কার্বনেট এর প্রাথমিক উৎস হলো ট্রোনা। অন্যদিকে পৃথিবীতে সাধারণত সোডিয়াম কার্বনেট আহরণ করা হয় সলভে প্রক্রিয়ার দ্বারা।

ব্যুৎপত্তি[সম্পাদনা]

অনুমান করা হয় সুয়েডিশ শব্দ (ট্রোনা) কিংবা স্প্যানিশ শব্দ (ট্রোনা) থেকে ইংরেজিতে ট্রোনা শব্দটির আগমন হয়৷ দুই ভাষাতেই ট্রোনা একই অর্থ বহন করে৷ সুয়েডিশ এবং স্প্যানিশ ট্রোনা শব্দটি মূলত এসেছে আরবি শব্দ ট্রোন থেকে। এরও পূর্বে সর্বপ্রথম প্রাচীন মিসরে নাইট্রি শব্দ ব্যবহার করা হয়৷ পরবর্তীতে প্রাচীন গ্রিকে শব্দটি বিবর্তিত হয়ে ন্যাট্রন উচ্চারিত হয় এবং আরবিতে গমনের পরে উচ্চারিত হয় ট্রোন৷ এই ট্রোন থেকে ট্রোনা শব্দটি এসেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]