ঠাকুর অনুপ সিং | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, ক্রীড়াবিদ, পাইলট, নেপথ্য সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
প্রতিষ্ঠান | সিলভারফক্স স্প্রোটস এবং এন্টারটেইনমেন্ট[তথ্যসূত্র প্রয়োজন] |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ঠাকুর অনুপ সিং (জন্ম ২৩ মার্চ ১৯৮৯) হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা। তিনি ২০১৩ সালের টিভি ধারাবাহিক মহাভারতে ধৃতরাষ্ট্র ভূমিকায় অভিনয় করেন।[১] তিনি ২০১৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত একটি শরীর গঠন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেন।[২][৩][৪][৫][৬]
তার পৈতৃক নিবাস রাজস্থানের উদয়পুর,[৭] এবং তিনি একজন রাজপুত।[৮]
বছর | জয়ী | ঘটনা | বিষয়শ্রেণী |
---|---|---|---|
২০১৫ | স্বর্ণ | ৭ম ডাব্লিইবিপিএফ বিশ্ব শরীরচর্চা প্রাধান্য - থাইল্যান্ড | পুরুষদের ফিটনেস শরীর |
২০১৫ | ব্রোঞ্জ | ৪৯ম এশিয়ান প্রাধান্য - উজবেকিস্তান | পুরুষদের ফিটনেস শরীর |
২০১৫ | রূপা | উপযুক্ত ফ্যাকটর - মি ইন্ডিয়া ২০১৫ | পুরুষদের ফিটনেস শরীর |
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | নেটওয়ার্ক |
---|---|---|---|---|
২০১১ | দ্বারকাদেশ ভগবান শ্রীকৃষ্ণ | প্রিন্স | হিন্দি | ইমাজিন টিভি |
২০১১ | কাহানী চন্দ্রকান্তা কী | বিশেষ উপস্থিতি | হিন্দি | সাহারা ওয়ান |
২০১১ | চন্দ্রগুপ্তা মোরিয়া | প্রিন্স | হিন্দি | ইমাজিন টিভি |
২০১১ | জয় বজরঙ্গবলী | প্রিন্স | হিন্দি | ইমাজিন টিভি |
২০১১ | রামায়ণ | হনুমান | হিন্দি | সাহারা ওয়ান |
২০১২-১৪ | মহাভারত | ধৃতরাষ্ট্র | হিন্দি | স্টার প্লাস |
২০১৪ | আকবার বিড়লাল | মুল্লাহ | হিন্দি | রিলাসেন্স ব্রোডকাষ্ট নেটওয়ার্ক |
২০১৪ | সি.আই.ডি. | বিশেষ উপস্থিতি | হিন্দি | সনি এন্টারটেইমেন্ট |
নির্দেশিত চলচ্চিত্রগুলো এখনও মুক্তি পায়নি |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০১৭ | সি৩ | ভিত্তাল প্রসাদ | তামিল | |
২০১৭ | উইনার | আদি | তেলুগু | |
২০১৭ | কমান্ডো ২ | কে.পি | হিন্দি | |
২০১৭ | রঘু | সাইকো | তেলুগু কন্নড় |
|
২০১৭ | বেভান | উদয় পত্তারধন | মারাঠি | |
২০১৮ | না পেরু সুরিয়া | তেলুগু |