ডগলাস কার্ল এঙ্গেলবার্ট | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২ জুলাই ২০১৩ | (বয়স ৮৮)
জাতীয়তা | মার্কিন |
নাগরিকত্ব | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ওরেগন স্টেট কলেজ (ব্যাচেলর অব সায়েন্স); ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (পিএইচডি) |
পরিচিতির কারণ | কম্পিউটার মাউস, Hypertext, Groupware, Interactive Computing |
পুরস্কার | ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০০, Lemelson-MIT Prize, টুরিং পুরস্কার ১৯৯৭, Lovelace Medal, Norbert Wiener Award for Social and Professional Responsibility, Fellow Award, Computer History Museum |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | Stanford Research Institute, Tymshare, McDonnell Douglas, Bootstrap Institute/Alliance, Doug Engelbart Institute |
ডক্টরাল উপদেষ্টা | John R. Woodyard |
ওয়েবসাইট | dougengelbart.org |
ডগলাস কার্ল এঙ্গেলবার্ট একজন মার্কিন উদ্ভাবক।
এঙ্গেলবার্ট ১৯২৫ সালের ৩০ জানুয়ারি ওরেগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে ওরেগন স্টেট কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৫৩ সালে মাস্টার্স এবং ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।