ডনি ভান ডে বেক

ডনি ভান ডে বেক
২০১৬ সালে ডনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডনি ভান ডে বেক
জন্ম (1997-04-18) ১৮ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান নেইকেরকেরভেন, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ৩৪
যুব পর্যায়
ভেন্সে বয়েজ
২০০৮–২০১৫ আয়াক্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৭ ইয়ং আয়াক্স ৩৫ (৮)
২০১৫–২০২০ আয়াক্স ১১৮ (২৮)
২০২০– ম্যানচেস্টার ইউনাইটেড (০)
জাতীয় দল
২০১৩–২০১৪ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ ১৬ (২)
২০১৪–২০১৬ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ ২০ (৪)
২০১৬ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২০ (০)
২০১৬–২০১৭ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ (১)
২০১৭– নেদারল্যান্ডস ১০ (০)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 নেদারল্যান্ডস-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা নেশনস লিগ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৯ পর্তুগাল
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:২৩, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৬, ১০ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ডনি ভান ডে বেক (ইংরেজি: Donny van de Beek; জন্ম: ১৮ এপ্রিল ১৯৯৭) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংলিশ পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৮–০৯ মৌসুমে, ওলন্দাজ ফুটবল ক্লাব আয়াক্স যুব একাডেমির হয়ে খেলার মাধ্যমে ডনি ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, ইয়ং আয়াক্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। ইয়ং আয়াক্সে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৩৫ ম্যাচে ৮টি গোল করেছেন। এক মৌসুম পর, ২০১৫–১৬ মৌসুমে, তিনি ইয়ং আয়াক্স হতে উত্তীর্ণ হয়ে আয়াক্সে যোগদান করেন; যেখানে তিনি ৬ মৌসুমে ১১৮ ম্যাচে ২৮টি গোল করেছেন। সম্প্রতি, ২০২০–২১ মৌসুমে, তিনি ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৫ বছরের চুক্তিতে আয়াক্স হতে ইংরেজ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেছেন।[][][][]

২০১৭ সালে, ডনি নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, যেখানে তিনি এপর্যন্ত ১০-এর অধিক ম্যাচ খেলেছেন।

ব্যক্তিগতভাবে, ডনি ২০১৯ সালে বালোঁ দরের জন্য মনোনীত হয়েছিলেন, যেখানে তিনি ২৮তম স্থান অধিকার করেছিলেন।[] দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, ডনি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি আয়াক্সের হয়ে জয়লাভ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Donny van de Beek"। Ajax.nl। ২০১৬-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৮ 
  2. "Donny van de Beek: Man Utd sign Ajax midfielder for £35m"BBC Sport। ২ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  3. "Donny van de Beek: Manchester United sign midfielder from Ajax on five-year deal"Skysports। ২ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  4. Wilson, Paul (২ সেপ্টেম্বর ২০২০)। "Manchester United sign Donny van de Beek from Ajax for initial £34.7m"The Guardian। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  5. "Transfer confirmed: Donny van de Beek signs for Man Utd"Manchester United। ২ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  6. "২০১৯ বালোঁ দরের চূড়ান্ত অবস্থান"গোল। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]