ডব্লিউবি চ্যানেল

ডব্লিউ বি চ্যানেল
উদ্বোধন১৫ মার্চ ২০০৯; ১৫ বছর আগে (2009-03-15)
বন্ধ১৬ অক্টোবর ২০২০; ৪ বছর আগে (2020-10-16)
মালিকানাটার্নার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া
স্লোগানNow thats Hollywood! (ইংরেজি)
এখন এটা হলিউড! (বাংলা)
দেশভারত
প্রচারের স্থানভারতীয় উপমহাদেশ
প্রধান কার্যালয়মুম্বই, মহারাষ্ট্র, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
কার্টুন নেটওয়ার্ক<>পোগো
সিএনএন

ডব্লিউ বি চ্যানেল একটি ভারতীয় টিভি চ্যানেল যা যাত্রা শুরু করে ২০০৯ সালের ১৫ মার্চে। চ্যানেলটি 'ওয়ার্নার মিডিয়া' কর্তৃক উপমহাদেশীয় দর্শকদের জন্য চালু হয়।[] চ্যানেলটি ওয়ার্নার ব্রস. এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রগুলো সম্প্রচার করে থাকে।

চ্যানেলটি ২০২০ সালের ১৫ ডিসেম্বরে বন্ধ হ​য়ে যায় এরিয়া ৫১ চলচ্চিত্রর মধ্যপথে বাধা দিয়ে। এইচবিও ভারতের সাথে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হ​য়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Turner And Warner Bros. Entertainment To Entertain India With The Launch Of A New Channel: WB"www.warnerbros.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৯ 
  2. "Popular English film channels HBO and WB to be discontinued in India; find out why"ডিএনএ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২