ডব্লিউ বি চ্যানেল | |
---|---|
উদ্বোধন | ১৫ মার্চ ২০০৯ |
বন্ধ | ১৬ অক্টোবর ২০২০ |
মালিকানা | টার্নার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া |
স্লোগান | Now thats Hollywood! (ইংরেজি) এখন এটা হলিউড! (বাংলা) |
দেশ | ভারত |
প্রচারের স্থান | ভারতীয় উপমহাদেশ |
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | কার্টুন নেটওয়ার্ক<>পোগো সিএনএন |
ডব্লিউ বি চ্যানেল একটি ভারতীয় টিভি চ্যানেল যা যাত্রা শুরু করে ২০০৯ সালের ১৫ মার্চে। চ্যানেলটি 'ওয়ার্নার মিডিয়া' কর্তৃক উপমহাদেশীয় দর্শকদের জন্য চালু হয়।[১] চ্যানেলটি ওয়ার্নার ব্রস. এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রগুলো সম্প্রচার করে থাকে।
চ্যানেলটি ২০২০ সালের ১৫ ডিসেম্বরে বন্ধ হয়ে যায় এরিয়া ৫১ চলচ্চিত্রর মধ্যপথে বাধা দিয়ে। এইচবিও ভারতের সাথে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়।[২]