ডলোমাইটস (ইতালীয়: Dolomiti [doloˈmiːti]; লাদিন: Dolomites; জার্মান: Dolomiten [doloˈmiːtn̩] (; )[১] ভেনেতীয়: Dołomiti) হলো উত্তরপূর্ব ইতালিতে অবস্থিত একটি পর্বতশ্রেণী। এই পর্বতগুলো দক্ষিণ লাইমস্টোন আল্পস এর অংশ এবং পশ্চিমে আদিজে নদী থেকে শুরু করে পূর্বে পিয়াভে উপত্যকা (Pieve di Cadore) পর্যন্ত বিস্তৃত। এর উত্তর দিকে অবস্থিত পুস্টার উপত্যকা এবং দক্ষিণ দিকে অবস্থিত সুগানা উপত্যকার মাধ্যমে এর উত্তর ও দক্ষিণ প্রান্তের সীমানা নির্ধারিত হয়েছে। ডলোমাইটস পর্বতশ্রেণী ভেনেতো, ত্রেনতিনো আল্তো আদিজে এবং ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়া প্রশাসনিক অঞ্চলের মধ্যে অবস্থিত।
ডলোমাইটস | |
---|---|
ইতালীয়: Dolomiti জার্মান: Dolomiten | |
সর্বোচ্চ বিন্দু | |
শিখর | মারমোলাদা |
উচ্চতা | ৩,৩৪৩ মিটার (১০,৯৬৮ ফুট) |
স্থানাঙ্ক | ৪৬°২৬′ উত্তর ১১°৫১′ পূর্ব / ৪৬.৪৩৩° উত্তর ১১.৮৫০° পূর্ব |
মাপ | |
আয়তন | ১৫,৯৪২ বর্গকিলোমিটার (৬,১৫৫ বর্গমাইল) |
ভূগোল | |
দেশ | ইতালি |
প্রশাসনিক অঞ্চল | ভেনেতো, ত্রেনতিনো আল্তো আদিজে এবং ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়া |
মূল পরিসীমা | আল্পস |
ভূতত্ত্ব | |
পর্বতবিদ্যা | আল্পাইন পর্বতবিদ্যা |
শিলার বয়স | প্রধানত ট্রায়াসিক |
শিলার ধরন | পাললিক শিলা, ডলোমাইট শিলা এবং আগ্নেয় শিলা |
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
মানদণ্ড | Natural: vii, viii |
সূত্র | ১২৩৭ |
তালিকাভুক্তকরণ | ২০০৯ (৩৩তম সভা) |
আয়তন | ১৪১,৯০২.৮ হেক্টর |
নিরাপদ অঞ্চল | ৮৯,২৬৬.৭ হেক্টর |