রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
---|---|
বাণিজ্যিক নাম | Aclonac, Cataflam, Voltaren, see trade names[১] |
এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
মেডলাইনপ্লাস | a689002 |
গর্ভাবস্থার শ্রেণি |
|
প্রয়োগের স্থান | মুখ, রেক্টাম বা পায়ুপথ, মাংসপেশি, শিরাপথ (বৃক্কীয় পাথর বা পিত্তপাথুরী, টপিক্যাল। |
এটিসি কোড | |
আইনি অবস্থা | |
আইনি অবস্থা | |
ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
প্রোটিন বন্ধন | >৯৯% |
বিপাক | লিভার, অক্সিডেটিভ CYP2C9, CYP2C8, CYP3A4 এর মাধ্যমে, কনজুগেটিভ;[২] কোনো সক্রিয় মেটাবোলাইট নেই। |
বর্জন অর্ধ-জীবন | ১.২-২ ঘণ্টা (৩৫% ড্রাগ এন্টারোহেপাটিক রি-সার্কুলেশনে প্রবেশ করে।) |
রেচন | ৪০% বিলিয়ারি ও ৬০% মূত্র। |
শনাক্তকারী | |
সিএএস নম্বর | |
পাবকেম সিআইডি | |
আইইউপিএইচএআর/ বিপিএস | |
ড্রাগব্যাংক | |
কেমস্পাইডার | |
ইউএনআইআই | |
কেইজিজি | |
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
পিডিবি লিগ্যান্ড | |
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
ইসিএইচএ ইনফোকার্ড | 100.035.755 |
রাসায়নিক ও ভৌত তথ্য | |
সংকেত | C14H11Cl2NO2 |
মোলার ভর | ২৯৬.১৪৮ g/mol |
থ্রিডি মডেল (জেএসমোল) | |
| |
|
ডাইক্লোফেনাক (ইংরেজি: Diclofenac) (INN) একটি ব্যথানাশক বা নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামাটরি ড্রাগ (NSAID)। সারাবিশ্বে বিভিন্ন নামে পাওয়া যায়।
ডাইক্লোফেনাক নামটি এর রাসায়নিক নাম: 2-(2,6-dichloranilino) phenylacetic acid থেকে উদ্ভূত।আলফ্রেড সালম্যান (Alfred Sallmann) ও রুডলফ ফিস্টার (Rudolf Pfister) প্রথম ডাইক্লোফেনাক সংশ্লেষণ করেন এবং Ciba-Geigy কোম্পানি যা বর্তমানে নোভারটিস (Novartis) নামে পরিচিত, প্রথম এটি বাজারে আনে ১৯৭৩ সালে। [৩]
ডাইক্লোফেনাক ওষুধটি সোডিয়াম বা পটাশিয়াম লবণ হিসেবে পাওয়া যায়।। [৪]
ডাইক্লোফেনাক ব্যথা, প্রদাহজনিত রোগ ও ডিসমেনোরিয়া বা ব্যথাযুক্ত রজঃস্রাব প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। [৫]
প্রদাহজনিত রোগসমূহ হলো আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পনডাইলাইটিস, গাউট ইত্যাদি। [৬]
কিডনিতে পাথর বা পিত্তথলির পাথর, মাইগ্রেনের ব্যথা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।[৭] এ ছাড়া ডাইক্লোফেনাক অপারেশন পরবর্তী বা আঘাতজনিত হালকা থেকে মাঝারি ব্যথা উপশমে ব্যবহার করা হয়।[৬]
ডাইক্লোফেনাক মলম হিসাবেও পাওয়া যায় যা স্ট্রেইন বা আঘাতজনিত বা প্রদাহজনিত ব্যথায় স্থানীয়ভাবে ব্যবহৃত হয়। [৮] এটি ক্যান্সারজনিত ব্যথায় ব্যবহার করা হয়।[৯]
ডাইক্লোফেনাক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। [১০] FDA মেডিকেল অফিসার ডেভিড গ্রাহাম রিভিউ প্রদান করেন যে ডাইক্লোফেনাক মায়োকার্ডিয়াল ইনফার্কশন এর ঝুঁকি বাড়ায়। [১১] এছাড়া পেপ্টিক আলসার ও লিভারের ক্ষতি করতে পারে। [১২] ডাইক্লোফেনাক কিডনিতে প্রোস্টাগ্লান্ডিন সংশ্লেষণ কমিয়ে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।[১৩] সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ডাইক্লোফেনাক সেবনে স্ট্রোক এর ঝুঁকি বাড়ে।[১৪] ডাইক্লোফেনাক ও এই গ্রুপের অন্যান্য ওষুধ যেমন অ্যাসপিরিন নিয়মিত সেবনে সাময়িক বন্ধ্যত্ব দেখা দিতে পারে।[১৫][১৬] ডিপ্রেশন, উদ্বিগ্নতা, অস্থিরতা, দুঃস্বপ্ন প্রভৃতি মানসিক ব্যাধি করতে পারে।[১৭] এটি ওয়ার্ম অ্যান্টিবডি হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে।[১৮]
<ref>
ট্যাগ বৈধ নয়; tn
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি