ডাউকি ডুকি, ডৌকি | |
---|---|
শহর | |
ভারতের মেঘালয়ে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১১′০″ উত্তর ৯২°১′০″ পূর্ব / ২৫.১৮৩৩৩° উত্তর ৯২.০১৬৬৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মেঘালয় |
জেলা | পশ্চিম জৈন্তিয়া পাহাড় |
ভাষা | |
• সরকারি | ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
পিআইএন | ৭৯৩১০৯ |
যানবাহন নিবন্ধন | এমএল |
কাছের শহর | শিলং, সিলেট |
ডৌকি বা ডাউকি হল ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত একটি শহর।
এটি ২৫°১১′০″ উত্তর ৯২°১′০″ পূর্ব / ২৫.১৮৩৩৩° উত্তর ৯২.০১৬৬৭° পূর্ব,[১] বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে অবস্থিত।[২]
বাংলাদেশ এবং ভারতের মধ্যে অল্প ক’টি স্থল সীমান্ত পারাপারের মধ্যে ডাউকি-তামাবিল একটি। এটি মূলত বাংলাদেশে কয়লা ও পাথর পরিবহনের জন্য ব্যবহৃত হয়। পিক-মৌসুমে প্রতিদিন ৫০০ এর মতো ট্রাক এই স্থল বন্দর অতিক্রম করে।[৩][৪][৫]
শিলংয়ের বড়বাজার থেকে প্রতিদিন সকালে ডাউকি সীমান্ত ফাঁড়িতে যেতে ভাড়া করে পরিবহন নেয়া যায়। শিলং থেকে ৭০ কিলোমিটার (৪৩ মা) ভ্রমণ পথের জন্য বাস সেবাও রয়েছে। অপরদিকে, বাংলাদেশের অভ্যন্তরে ১.৫ কিলোমিটার (০.৯৩ মা) দূরে তামাবিল বাস স্টেশন, যা ৫৪ কিলোমিটার (৩৪ মা) দূরে অবস্থিত সিলেট শহরে নিয়মিত বাস সেবা দিয়ে যায়।[৬][৭]
ডাউকি ব্রীজ, আমগট নদীর উপর নির্মিত একটি ঝুলন্ত সেতু। এটা ব্রিটিশদের দ্বারা ১৯৩২ সালে নির্মিত হয়েছিল।[৮]