ডানকান এডওয়ার্ডস

ডানকান এডওয়ার্ডস
ডানকান এডওয়ার্ডস এর প্রতিকৃতি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডানকান এডওয়ার্ডস
জন্ম অক্টোবর ১, ১৯৩৬
জন্ম স্থান ডাডলি
মৃত্যু ২১ ফেব্রুয়ারি ১৯৫৮(1958-02-21) (বয়স ২১)
মৃত্যুর স্থান মিউনিখ
মাঠে অবস্থান উইং হাফ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৫৩-১৯৫৮ ম্যানচেস্টার ইউনাইটেড ১৫১ (২০)
জাতীয় দল
১৯৫৫-১৯৫৮  ইংল্যান্ড ইংল্যান্ড ১৮ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ডানকান এডওয়ার্ডস (অক্টোবর ১, ১৯৩৬ - ফেব্রুয়ারি ২১, ১৯৫৮) ছিলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। ডাডলিতে জন্ম নেয়া এ খেলোয়াড় ১৯৫২ সালের জুন মাসে অপেশাদার খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং ১৯৫৩ সালের ১ অক্টোবর পেশাদার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ছিলেন ১৯৫০ দশকে স্যার ম্যাট বাজ্‌বির অধীনে বাজ্‌বি বেইবস এর অন্যতম সদস্য এবং মিউনিখ বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ইউনাইটেডের আট খেলোয়াড়ের একজন। তার খেলা যারা দেখেছেন তারা মনে করেন এডওয়ার্ডস যদি এত অল্প বয়সে মারা না যেতেন তবে তিনি বিশ্বের অন্যতম মহান ফুটবলারে পরিনত হতেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]